আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের জিয়ানগর ও পিরোজপুর সদর উপজেলার সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর তোফাজ্জল হেসাইন ফরিদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জহিরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আমীর হাফিজুর রহমান, পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। এ ছাড়া বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক আলী খান, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি মো. ইমরান খান, সদর উপজেলা সভাপতি মো. আহসান, পৌর সভাপতি মো. রাকিবুল ইসলামসহ বিভিন্ন সেন্টারের সভাপতি ও সেক্রেটারিগণ।
সম্মেলনে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।