ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সাংবাদিকদের জন্য বিশ্বের তৃতীয় বিপজ্জনক দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 3

ছবি: Reuters/M. Ponir Hossain


সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত সর্বশেষ ‘২০২৪ রাউন্ড আপ’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৩১ জন নিহত হয়েছেন যুদ্ধ বা সহিংসতাপূর্ণ এলাকায়, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ (৫৭.৪ শতাংশ)। তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন, যেখানে ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের তালিকায় রয়েছে— ফিলিস্তিন (১৬), পাকিস্তান (৭), বাংলাদেশ (৫), মেক্সিকো (৫), সুদান (৪), মিয়ানমার (৩), কলম্বিয়া (২), ইউক্রেন (২) ও লেবানন (২)। দক্ষিণ এশিয়ায় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান, এর পরেই রয়েছে বাংলাদেশ।

আরএসএফের মহাপরিচালক তিবো ব্রুটিয়েন বলেন, “এই সাংবাদিকরা মারা যাননি, তাদের হত্যা করা হয়েছে। যারা বন্দি, তাদের ক্ষমতাসীনরা আটকে রেখেছে। যারা নিখোঁজ, তাদের অপহরণ করা হয়েছে। এসব অপরাধ বেশিরভাগ ক্ষেত্রেই ঘটেছে বিভিন্ন সরকার বা দায়মুক্তি পাওয়া সশস্ত্র বাহিনীর হাতে। এসব ঘটনা বিচার না হওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।” তিনি তথ্য সরবরাহে নিয়োজিত সাংবাদিকদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ছিল গাজা। বিশ্বে সাংবাদিক হত্যার মোট ঘটনার ৩০ শতাংশই ঘটেছে গাজায়, যার প্রায় সবগুলোতেই ইসরায়েলি বাহিনী দায়ী। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৩৫ জন দায়িত্ব পালনের সময় টার্গেট হয়ে প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরএসএফ বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশের গণমাধ্যমের স্বাধীনতার সূচকে অবস্থানের অবনতি ঘটেছে। চলতি বছরের ৩ মে প্রকাশিত সূচকে বাংলাদেশ ১৮০ দেশের মধ্যে ১৬৫তম স্থানে রয়েছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। ২০২৩ সালে এ অবস্থান ছিল ১৬৩তম।

গণঅভ্যুত্থান-পরবর্তী নানা ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা, ব্যাংক হিসাব জব্দ, অফিস অবরোধ এবং হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়েও আরএসএফ একাধিক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে। একইসঙ্গে আটক সাংবাদিকদের মুক্তি এবং ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংগঠন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাংলাদেশ সাংবাদিকদের জন্য বিশ্বের তৃতীয় বিপজ্জনক দেশ

প্রকাশঃ ১২:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ছবি: Reuters/M. Ponir Hossain


সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত সর্বশেষ ‘২০২৪ রাউন্ড আপ’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৩১ জন নিহত হয়েছেন যুদ্ধ বা সহিংসতাপূর্ণ এলাকায়, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ (৫৭.৪ শতাংশ)। তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন, যেখানে ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের তালিকায় রয়েছে— ফিলিস্তিন (১৬), পাকিস্তান (৭), বাংলাদেশ (৫), মেক্সিকো (৫), সুদান (৪), মিয়ানমার (৩), কলম্বিয়া (২), ইউক্রেন (২) ও লেবানন (২)। দক্ষিণ এশিয়ায় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান, এর পরেই রয়েছে বাংলাদেশ।

আরএসএফের মহাপরিচালক তিবো ব্রুটিয়েন বলেন, “এই সাংবাদিকরা মারা যাননি, তাদের হত্যা করা হয়েছে। যারা বন্দি, তাদের ক্ষমতাসীনরা আটকে রেখেছে। যারা নিখোঁজ, তাদের অপহরণ করা হয়েছে। এসব অপরাধ বেশিরভাগ ক্ষেত্রেই ঘটেছে বিভিন্ন সরকার বা দায়মুক্তি পাওয়া সশস্ত্র বাহিনীর হাতে। এসব ঘটনা বিচার না হওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।” তিনি তথ্য সরবরাহে নিয়োজিত সাংবাদিকদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ছিল গাজা। বিশ্বে সাংবাদিক হত্যার মোট ঘটনার ৩০ শতাংশই ঘটেছে গাজায়, যার প্রায় সবগুলোতেই ইসরায়েলি বাহিনী দায়ী। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৩৫ জন দায়িত্ব পালনের সময় টার্গেট হয়ে প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরএসএফ বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশের গণমাধ্যমের স্বাধীনতার সূচকে অবস্থানের অবনতি ঘটেছে। চলতি বছরের ৩ মে প্রকাশিত সূচকে বাংলাদেশ ১৮০ দেশের মধ্যে ১৬৫তম স্থানে রয়েছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। ২০২৩ সালে এ অবস্থান ছিল ১৬৩তম।

গণঅভ্যুত্থান-পরবর্তী নানা ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা, ব্যাংক হিসাব জব্দ, অফিস অবরোধ এবং হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়েও আরএসএফ একাধিক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে। একইসঙ্গে আটক সাংবাদিকদের মুক্তি এবং ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংগঠন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”