ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের পাঁচ জেলায় বিএনপি, আ.লীগ, ছাত্রলীগ নেতাসহ এক দিনে ৫ খুন

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১২:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 0

ভোলায় নিহত ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফের বাবার আহাজারি | ছবি: সংগৃহীত


দেশের পাঁচ জেলায় এক দিনে পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার পেছনে রাজনৈতিক, ব্যক্তিগত এবং মাদক-সংক্রান্ত বিরোধের ছায়া রয়েছে।

ভোলায় ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফ (৩০)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে।

মনিরামপুর উপজেলার আশরাফুল ইসলাম নামে আ.লীগ নেতা ছুরিকাঘাতে নিহত হন। আহত হয়েছেন শাহীন তারেক। স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতির জের ধরে হামলা চালানো হয়েছে।

মৌগাতী ইউনিয়নের সাবেক মেম্বার ও বিএনপি নেতা দুজাহান মিয়া কুপিয়ে হত্যা করা হয়। পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেন কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে।

কুমিল্লা নগরের কাঁটাবিল এলাকায় মহরম হোসেন (৩৫) কুপিয়ে হত্যা হন। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে মাদক-সংক্রান্ত বিরোধ থাকতে পারে।

রাজধানীর গাবতলীর গৈদারটেক এলাকায় আবু সাঈদ (২৫) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অভিযুক্ত আশিক পালিয়ে গেছে।

আশুলিয়ার পাঁচ বছর বয়সী শিশু জোনায়েদকে অপহরণ করে হত্যা করা হয়। মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। মোরসালিনকে গ্রেপ্তার করে মরদেহ উদ্ধার করা হয়েছে।

কড়াইল বস্তিতে জয়নাল আবেদীনের মরদেহ। ধানমন্ডি ৩৬ নম্বর রোডে গৃহকর্মী মারিয়া খাতুন (১২)-এর মরদেহ। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে তদন্ত করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দেশের পাঁচ জেলায় বিএনপি, আ.লীগ, ছাত্রলীগ নেতাসহ এক দিনে ৫ খুন

প্রকাশঃ ১২:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

ভোলায় নিহত ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফের বাবার আহাজারি | ছবি: সংগৃহীত


দেশের পাঁচ জেলায় এক দিনে পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার পেছনে রাজনৈতিক, ব্যক্তিগত এবং মাদক-সংক্রান্ত বিরোধের ছায়া রয়েছে।

ভোলায় ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফ (৩০)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে।

মনিরামপুর উপজেলার আশরাফুল ইসলাম নামে আ.লীগ নেতা ছুরিকাঘাতে নিহত হন। আহত হয়েছেন শাহীন তারেক। স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতির জের ধরে হামলা চালানো হয়েছে।

মৌগাতী ইউনিয়নের সাবেক মেম্বার ও বিএনপি নেতা দুজাহান মিয়া কুপিয়ে হত্যা করা হয়। পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেন কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে।

কুমিল্লা নগরের কাঁটাবিল এলাকায় মহরম হোসেন (৩৫) কুপিয়ে হত্যা হন। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে মাদক-সংক্রান্ত বিরোধ থাকতে পারে।

রাজধানীর গাবতলীর গৈদারটেক এলাকায় আবু সাঈদ (২৫) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অভিযুক্ত আশিক পালিয়ে গেছে।

আশুলিয়ার পাঁচ বছর বয়সী শিশু জোনায়েদকে অপহরণ করে হত্যা করা হয়। মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। মোরসালিনকে গ্রেপ্তার করে মরদেহ উদ্ধার করা হয়েছে।

কড়াইল বস্তিতে জয়নাল আবেদীনের মরদেহ। ধানমন্ডি ৩৬ নম্বর রোডে গৃহকর্মী মারিয়া খাতুন (১২)-এর মরদেহ। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে তদন্ত করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”