হাড় নেই, চাপ দেবেন না— চট্টগ্রাম মেডিকেলের আকিব এখন কেমন আছেন

- প্রকাশঃ ০৩:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 4
সংঘর্ষে মাথায় গুরুতর জখম আকিব | ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় ব্যান্ডেজে লেখা ছিল—‘হাড় নেই, চাপ দেবেন না’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি অনেকের নজর কেড়েছে। চার বছর আগে এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহাদি জে আকিবকে ঘিরে। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়ে মাথার হাড়ের অংশ অপসারণ করা হয়েছিল তাঁর। এখন সেই আকিব ফিরে গেছেন স্বাভাবিক জীবনে।
২০২১ সালের ২৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে পরদিন আকিবের ওপর হামলা হয়। মাথায় গুরুতর জখম নিয়ে তাঁকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর দুই দফা অস্ত্রোপচার হয়। দীর্ঘ এক বছরের চিকিৎসা ও ওষুধ সেবনের পর ২০২২ সালের মার্চে দ্বিতীয় অস্ত্রোপচার শেষে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
আকিব বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, এখন স্বাভাবিক আছি, ব্যথাও নেই। আপাতত পরীক্ষা শেষ, তাই কুমিল্লায় বাড়িতেই আছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী মামুনের ছবিটি দেখেছেন আকিব। তিনি বলেন, আমার ঘটনার সময়ও একই ধরনের ছবি ছড়িয়ে পড়েছিল। ছবি দেখে নিজেকে কিছুটা রিলেট করতে পেরেছি। মামুনের বিষয়ে খোঁজখবরও নিয়েছি। আশা করছি, সেও দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে।
গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। জরুরি অস্ত্রোপচারের পর তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে ধীরে ধীরে তাঁর শারীরিক উন্নতি হয়। বর্তমানে তিনি কেবিনে আছেন। তরল খাবার খাচ্ছেন, আশপাশের মানুষকে চিনতে পারছেন, তবে হঠাৎ হঠাৎ কথাগুলো গুলিয়ে ফেলছেন বলে জানিয়েছেন তাঁর মামা মোহাম্মদ নাজমুল তালুকদার। চিকিৎসকেরা জানিয়েছেন, মামুনের পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।