শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ফ্লাইট চলাচল স্থগিত — কুয়েতগামী ফ্লাইট বাতিল, একাধিক ফ্লাইট ঘুরে গেল অন্যত্র

- প্রকাশঃ ০৮:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 5
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে। ছবি: সংগৃহীত
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে বাংলাদেশ বিমানের কুয়েতগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অন্তত আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেল পৌনে চারটার দিকে কার্গো ভিলেজে আগুন লাগলে নিরাপত্তার স্বার্থে রানওয়েতে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, বিকেল পৌনে চারটার দিকে ২৬৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরা, কেবিন ক্রু ও পাইলট সবাই বিমানে উঠেছিলেন। কিন্তু আগুন লাগার পর নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের নামিয়ে আনা হয়।
আগুনের প্রভাবে ঢাকাগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে। হিমালয় এয়ারলাইনসের নেপাল থেকে আসা একটি ফ্লাইট ১৮০ জন যাত্রীসহ নেপালেই ফিরে যায়। দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট করাচিতে অবতরণ করেছে। চেন্নাই থেকে ছেড়ে আসা ইন্ডিগোর ফ্লাইটটি কলকাতায় এবং শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজ চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।