বিইউপি শিক্ষার্থী ধর্ষণ: বিএমইউ শিক্ষার্থীদের মানববন্ধন ও দ্রুত বিচারের দাবী

- প্রকাশঃ ০৭:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 4
সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের দ্বারা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শিক্ষার্থীরা।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মেঘনা ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল, তা আজ থমকে গেছে। দেশের বিভিন্ন স্থানে অপরাধ ও সহিংসতা বেড়েই চলেছে, মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিইউপি শিক্ষার্থীর ওপর সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনা দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিচ্ছবি।
তারা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, চিহ্নিত মাদক কারবারিদের দ্বারা সংঘটিত এই জঘন্য ঘটনার পরও কেন এখনো তাদের গ্রেফতার করা হয়নি? শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রমাণ করে রাষ্ট্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার অবসান এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
পরে শিক্ষার্থীরা মেঘনা ভবনের সামনে থেকে পদযাত্রা করে বিইউপি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং মিরপুর-১০ পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন।
উল্লেখ্য, বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ও সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের লাগাতার বৃদ্ধির বিরুদ্ধে বিএমইউ শিক্ষার্থীরা মানববন্ধনের পাশাপাশি প্রতীকী ‘জুতা নিক্ষেপ কর্মসূচি’ পালন করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদের প্রতীক হিসেবে প্রতিফলিত হয়।