নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান, ছয় মাস ধরে জ্বলছে আগুন
- প্রকাশঃ ০৩:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 8
পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে নলকূপ বসাতে গিয়ে হঠাৎ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। অবিশ্বাস্য হলেও সত্য—প্রায় ছয় মাস ধরে মাটির নিচ থেকে অবিরাম গ্যাস উঠছে এবং সেই গ্যাসে জ্বলছে আগুন। স্থানীয় এক ইউপি সদস্যের পরিবার সেই আগুন ব্যবহার করে রান্নার কাজও করছেন।
সরেজমিনে দেখা যায়, বড়বিঘাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমানের বাড়ির পাশে একটি স্থানে মাটির নিচ থেকে ক্রমাগত গ্যাসের বুদবুদ উঠছে। আগুন ধরালে তা টানা জ্বলতে থাকে। ঘটনাটি জানাজানি হলে আশপাশের মানুষ কৌতূহল নিয়ে সেখানে ভিড় করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে মিজানুর রহমান তার বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় পানি না উঠলেও পাইপের ভেতর দিয়ে গ্যাসের প্রবাহ শুরু হয়। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে দেখা যায়, গ্যাস নিরবচ্ছিন্নভাবে বের হচ্ছে। এরপর পরিবারের সদস্যরা সেই গ্যাসে রান্না শুরু করেন।
ইউপি সদস্যের স্ত্রী ফরিদা বেগম বলেন,
এই আগুনে আমরা ভাত, তরকারি রান্না করি, পানি গরম করি, এমনকি চাও তৈরি হয়। তবে ভয়ও পাই—যদি এটা বিপজ্জনক হয়!
প্রতিবেশী মনির মিয়া বলেন,
আমরা নিজের চোখে দেখেছি আগুন জ্বলছে। মাঝে মাঝে ইউপি সদস্য আগুন ধরিয়ে দেখান। সত্যিই যদি এখানে গ্যাস থাকে, তাহলে এটা পরীক্ষা করা দরকার।
ইউপি সদস্য মিজানুর রহমান জানান,
প্রায় ছয় মাস আগে গভীর নলকূপ বসানোর সময় পানি উঠছিল না, বরং বুদবুদ শব্দ হচ্ছিল। পরে দেখি গ্যাস বের হচ্ছে। তখন থেকেই গ্যাস অব্যাহতভাবে উঠছে।
বড়বিঘাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিঠু মৃধা বলেন,
আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছি। এখানে সত্যিই গ্যাসের মজুদ থাকতে পারে, তাই পরীক্ষা করা জরুরি।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান ঊর্মি বলেন,
চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জানার পর জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকলে এটি দক্ষিণাঞ্চলের জন্য এক সম্ভাবনাময় উৎস হতে পারে। তবে নিরাপত্তা ও পরিবেশগত দিক বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা অত্যন্ত জরুরি।


























