ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে হামলা: ঢাবির ৪০৩ শিক্ষার্থী শনাক্ত, কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 1

জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০৩ জন শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই শিক্ষার্থীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর গঠিত তথ্যানুসন্ধান কমিটি প্রাথমিকভাবে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়। গত ১৭ মার্চের সিন্ডিকেট সভায় ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরবর্তীতে আরও বিস্তারিত অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

নতুন তদন্তে কমিটি ১২৮ জনের পাশাপাশি আরও ২৭৫ জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পায়, যা মোট ৪০৩ জনে দাঁড়ায়। এসব শিক্ষার্থী কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি মোতাবেক একতরফা ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তে ক্যাম্পাসে  চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত কমিটি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় এবং সহিংসতার সংস্কৃতি বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গণঅভ্যুত্থানে হামলা: ঢাবির ৪০৩ শিক্ষার্থী শনাক্ত, কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রকাশঃ ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০৩ জন শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই শিক্ষার্থীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর গঠিত তথ্যানুসন্ধান কমিটি প্রাথমিকভাবে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়। গত ১৭ মার্চের সিন্ডিকেট সভায় ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরবর্তীতে আরও বিস্তারিত অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

নতুন তদন্তে কমিটি ১২৮ জনের পাশাপাশি আরও ২৭৫ জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পায়, যা মোট ৪০৩ জনে দাঁড়ায়। এসব শিক্ষার্থী কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি মোতাবেক একতরফা ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তে ক্যাম্পাসে  চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত কমিটি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় এবং সহিংসতার সংস্কৃতি বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”