ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: তদন্ত প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 3

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদনে প্রকাশ, দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলটের উড্ডয়ন-সংক্রান্ত ত্রুটি। বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রতিবেদনে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম ঢাকার বাইরে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তদন্তে দেখা গেছে, মাইলস্টোন স্কুলের ভবন নির্মাণে রাজউকের বিল্ডিং কোড মানা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই ওই স্কুলে এফ-৭ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ২৭ শিক্ষার্থী ও ২ শিক্ষকসহ মোট ৩৩ জনের মৃত্যু ঘটে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: তদন্ত প্রতিবেদন প্রকাশ

প্রকাশঃ ০৪:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদনে প্রকাশ, দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলটের উড্ডয়ন-সংক্রান্ত ত্রুটি। বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রতিবেদনে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম ঢাকার বাইরে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তদন্তে দেখা গেছে, মাইলস্টোন স্কুলের ভবন নির্মাণে রাজউকের বিল্ডিং কোড মানা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই ওই স্কুলে এফ-৭ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ২৭ শিক্ষার্থী ও ২ শিক্ষকসহ মোট ৩৩ জনের মৃত্যু ঘটে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”