রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
- প্রকাশঃ ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 1
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের টানা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে মাত্র এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় নিকটস্থ ফায়ার স্টেশনগুলোর ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী এবং ঈশ্বরদী ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার ফাইটাররা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে আমাদের সদস্যরা এখনো কাজ করছেন।
তিনি আরও জানান, আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।























