ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত ৪, ঘরে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:২২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 4

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই নেতা ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় টানা তিন ঘণ্টা চলা এ সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পিরোজপুর ইউনিয়নের বালু মহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে এই দ্বন্দ্বের সূত্র ধরে রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, লুটপাট ও একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, অন্তত চারটি ঘরে আগুন দেওয়া হয়েছে। আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আহত চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “একটি ঘরের আগুন নেভানোর সময় অন্য একটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাই। সব আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।”

সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা দুই ভাইকেই থানা হেফাজতে নেওয়া হয়েছে, বলে নিশ্চিত করেছেন পরিদর্শক রাশেদুল ইসলাম। তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সোনারগাঁয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত ৪, ঘরে আগুন

প্রকাশঃ ১০:২২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই নেতা ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় টানা তিন ঘণ্টা চলা এ সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পিরোজপুর ইউনিয়নের বালু মহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে এই দ্বন্দ্বের সূত্র ধরে রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, লুটপাট ও একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, অন্তত চারটি ঘরে আগুন দেওয়া হয়েছে। আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আহত চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “একটি ঘরের আগুন নেভানোর সময় অন্য একটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাই। সব আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।”

সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা দুই ভাইকেই থানা হেফাজতে নেওয়া হয়েছে, বলে নিশ্চিত করেছেন পরিদর্শক রাশেদুল ইসলাম। তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”