ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ অঙ্গীকার

  • প্রকাশঃ ০৭:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 17

সম্প্রতি শেষ হওয়া চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে মোট ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ অঙ্গীকার পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডার ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনের জন্য সরকার ব্যয় করেছে ১ কোটি ৪৫ লাখ টাকা। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশের অর্থনীতিতে নতুন গতি আনা।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ বলেন, “বিনিয়োগ বৃদ্ধি করতে প্রতিবছর এমন একটি বা একাধিক সম্মেলন আয়োজন করা দরকার।”

তিনি বলেন, “এই সম্মেলনের চূড়ান্ত ফলাফল সময়ের সঙ্গে সঙ্গে মূল্যায়ন করা সম্ভব হবে, তবে ইতোমধ্যে এতে ব্যাপক আগ্রহ দেখা গেছে এবং আন্তর্জাতিক মানের সম্মেলনের সঙ্গে তুলনীয় ছিল।”

আশিক মাহমুদ আরও বলেন, “এমনকি যদি এটি দশে দশ না-ও পায়, তবুও সম্মেলনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। এটি বিদেশে আয়োজিত সম্মেলনের সমমানেই ছিল।”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ অঙ্গীকার

প্রকাশঃ ০৭:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

সম্প্রতি শেষ হওয়া চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে মোট ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ অঙ্গীকার পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডার ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনের জন্য সরকার ব্যয় করেছে ১ কোটি ৪৫ লাখ টাকা। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশের অর্থনীতিতে নতুন গতি আনা।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ বলেন, “বিনিয়োগ বৃদ্ধি করতে প্রতিবছর এমন একটি বা একাধিক সম্মেলন আয়োজন করা দরকার।”

তিনি বলেন, “এই সম্মেলনের চূড়ান্ত ফলাফল সময়ের সঙ্গে সঙ্গে মূল্যায়ন করা সম্ভব হবে, তবে ইতোমধ্যে এতে ব্যাপক আগ্রহ দেখা গেছে এবং আন্তর্জাতিক মানের সম্মেলনের সঙ্গে তুলনীয় ছিল।”

আশিক মাহমুদ আরও বলেন, “এমনকি যদি এটি দশে দশ না-ও পায়, তবুও সম্মেলনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। এটি বিদেশে আয়োজিত সম্মেলনের সমমানেই ছিল।”