ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছবিটি আমি পোষ্ট করি নি, তবুও দায় স্বীকার করছি – সাকিব আল হাসান

  • প্রকাশঃ ১২:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 34

জুলাইয়ের উত্তাল ছাত্র আন্দোলনের পর আজ কেটে গেছে অনেকটা সময়, বদলেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। তবে সে সময়ে যারা নানা কারণে বিতর্কের মুখে পড়েছিলেন তাদের একজন হলেন ক্রিকেট কিংবদন্তী ও বাংলাদেশি অলরাউন্ডার সাকিব-আল হাসান।

সে সময়ে তিনি পরিবার নিয়ে অবসর যাপনের এক ছবি পোস্ট করে পড়েছিলেন তীব্র সমালোচনার মুখে, যেখানে তার লাখ লাখ ভক্তরা রাস্তায় আন্দোলনে রক্ত ঝরাচ্ছে, সে সময়েই তার এই আনন্দঘন সময় কাটানো মেনে নিতে পারে নি অনেকেই, সে সূত্র ধরেই এতোদিন পর দেশের অন্যতম ইংরেজি ভাষার জাতীয় দৈনিক “ডেইলি সান” পত্রিকার এক সাক্ষাৎকারে সাকিব কে প্রশ্ন করা হয়,

ছাত্র আন্দোলনের সময় আপনার একটা ছবি ভাইরাল হয়েছিল সাফারি পার্কে। ওইটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সে ব্যাপারে কি বলতে চান?

তখন সাবিক জানান,

আমি ওই সময় দেশে ছিলাম না। আগেই আমেরিকায় এমএলসি খেলতে চলে এসেছিলাম, তারপর গেলাম কানাডায়। ছবিটা মূলত কানাডায় তোলা, আর আমি নিজে সেটি পোস্টও করিনি। তারপরও, দায় নিচ্ছি। আগে থেকেই আমাদের ফ্যামিলি আউটিং এর প্ল্যান করা ছিল। তবে এখন বুঝি, আমি যেহেতু পাবলিক ফিগার, তখন একটু বেশি সচেতন থাকা উচিত ছিল। রাজনীতিতে আসর আগে-পরে আমার ফোকাস সবসময়ই ক্রিকেটেই ছিল। কেউ কখনো বলেনি রাজনীতি করতে হবে, বরং বলেছে, ‘তুমি শুধু খেলো।’ আমি সেটাই করেছি।

সেই সাক্ষাৎকারে আরো অনেক বিষয়ে কথা বলেন সাকিব, তবে সেই ছবির প্রসঙ্গে দায় স্বীকার করে আরো সতর্ক থাকা উচিত ছিল বলে স্বীকারোক্তি দেন এই ক্রিকেটার।

প্রতিবেদক: শফি মাওলা

শেয়ার করুন

ছবিটি আমি পোষ্ট করি নি, তবুও দায় স্বীকার করছি – সাকিব আল হাসান

প্রকাশঃ ১২:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

জুলাইয়ের উত্তাল ছাত্র আন্দোলনের পর আজ কেটে গেছে অনেকটা সময়, বদলেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। তবে সে সময়ে যারা নানা কারণে বিতর্কের মুখে পড়েছিলেন তাদের একজন হলেন ক্রিকেট কিংবদন্তী ও বাংলাদেশি অলরাউন্ডার সাকিব-আল হাসান।

সে সময়ে তিনি পরিবার নিয়ে অবসর যাপনের এক ছবি পোস্ট করে পড়েছিলেন তীব্র সমালোচনার মুখে, যেখানে তার লাখ লাখ ভক্তরা রাস্তায় আন্দোলনে রক্ত ঝরাচ্ছে, সে সময়েই তার এই আনন্দঘন সময় কাটানো মেনে নিতে পারে নি অনেকেই, সে সূত্র ধরেই এতোদিন পর দেশের অন্যতম ইংরেজি ভাষার জাতীয় দৈনিক “ডেইলি সান” পত্রিকার এক সাক্ষাৎকারে সাকিব কে প্রশ্ন করা হয়,

ছাত্র আন্দোলনের সময় আপনার একটা ছবি ভাইরাল হয়েছিল সাফারি পার্কে। ওইটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সে ব্যাপারে কি বলতে চান?

তখন সাবিক জানান,

আমি ওই সময় দেশে ছিলাম না। আগেই আমেরিকায় এমএলসি খেলতে চলে এসেছিলাম, তারপর গেলাম কানাডায়। ছবিটা মূলত কানাডায় তোলা, আর আমি নিজে সেটি পোস্টও করিনি। তারপরও, দায় নিচ্ছি। আগে থেকেই আমাদের ফ্যামিলি আউটিং এর প্ল্যান করা ছিল। তবে এখন বুঝি, আমি যেহেতু পাবলিক ফিগার, তখন একটু বেশি সচেতন থাকা উচিত ছিল। রাজনীতিতে আসর আগে-পরে আমার ফোকাস সবসময়ই ক্রিকেটেই ছিল। কেউ কখনো বলেনি রাজনীতি করতে হবে, বরং বলেছে, ‘তুমি শুধু খেলো।’ আমি সেটাই করেছি।

সেই সাক্ষাৎকারে আরো অনেক বিষয়ে কথা বলেন সাকিব, তবে সেই ছবির প্রসঙ্গে দায় স্বীকার করে আরো সতর্ক থাকা উচিত ছিল বলে স্বীকারোক্তি দেন এই ক্রিকেটার।

প্রতিবেদক: শফি মাওলা