ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন

  • প্রকাশঃ ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 34

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। দাবির প্রতি সমর্থন জানিয়ে সোমবার (৫ মে) দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন যা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করলেও তা মেনে না নেওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হন।

শিক্ষার্থীদের দাবি, উপাচার্য শিক্ষার্থীবান্ধব নন এবং দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে ব্যর্থ হয়েছেন। তারা অভিযোগ করেন, উপাচার্য স্বেচ্ছাচারিতার মাধ্যমে এক ব্যক্তিকেন্দ্রিক প্রশাসন পরিচালনা করছেন।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বিপ্লব বলেন, “উপাচার্য শিক্ষার্থীদের সমস্যার সময়ে পাশে থাকেন না। ক্যান্সারে আক্রান্ত আমাদের সহপাঠী জেবুন্নেসা হক জিমির চিকিৎসা সহায়তায়ও তিনি ভূমিকা রাখেননি। তিনি বরং নিপীড়কদের প্রশ্রয় দিয়েছেন।”

অন্যদিকে আন্দোলনকারী নাজমুল ঢালী বলেন, “উপাচার্য গত নয় মাসে ন্যূনতম উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। তিনি আলোচনায় বসতে আগ্রহী হলেও শিক্ষার্থীরা সেই আলোচনায় বসতে চান না, কারণ উপাচার্য ইতোমধ্যে নিজের অযোগ্যতা প্রমাণ করেছেন।”

আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “আগামীকাল (৬ মে) সকাল ১১টা থেকে প্রশাসনিক দপ্তরগুলো তালাবদ্ধ করে ‘শাটডাউন’ কর্মসূচি পালিত হবে। কেবলমাত্র জরুরি সেবা—যেমন মেডিকেল, লাইব্রেরি, ক্লাস ও পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম—এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে নতুন উপাচার্য এসে পুনরায় তালা খুলবেন।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্ট মহল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দিকেই।

ববি প্রতিনিধি:  আব্দুর রাজ্জাক রাজু

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন

প্রকাশঃ ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। দাবির প্রতি সমর্থন জানিয়ে সোমবার (৫ মে) দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন যা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করলেও তা মেনে না নেওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হন।

শিক্ষার্থীদের দাবি, উপাচার্য শিক্ষার্থীবান্ধব নন এবং দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে ব্যর্থ হয়েছেন। তারা অভিযোগ করেন, উপাচার্য স্বেচ্ছাচারিতার মাধ্যমে এক ব্যক্তিকেন্দ্রিক প্রশাসন পরিচালনা করছেন।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বিপ্লব বলেন, “উপাচার্য শিক্ষার্থীদের সমস্যার সময়ে পাশে থাকেন না। ক্যান্সারে আক্রান্ত আমাদের সহপাঠী জেবুন্নেসা হক জিমির চিকিৎসা সহায়তায়ও তিনি ভূমিকা রাখেননি। তিনি বরং নিপীড়কদের প্রশ্রয় দিয়েছেন।”

অন্যদিকে আন্দোলনকারী নাজমুল ঢালী বলেন, “উপাচার্য গত নয় মাসে ন্যূনতম উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। তিনি আলোচনায় বসতে আগ্রহী হলেও শিক্ষার্থীরা সেই আলোচনায় বসতে চান না, কারণ উপাচার্য ইতোমধ্যে নিজের অযোগ্যতা প্রমাণ করেছেন।”

আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “আগামীকাল (৬ মে) সকাল ১১টা থেকে প্রশাসনিক দপ্তরগুলো তালাবদ্ধ করে ‘শাটডাউন’ কর্মসূচি পালিত হবে। কেবলমাত্র জরুরি সেবা—যেমন মেডিকেল, লাইব্রেরি, ক্লাস ও পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম—এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে নতুন উপাচার্য এসে পুনরায় তালা খুলবেন।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্ট মহল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দিকেই।

ববি প্রতিনিধি:  আব্দুর রাজ্জাক রাজু

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”