টানা বৃষ্টিতে বরিশালের বানারীপাড়ায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

- প্রকাশঃ ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 27
গতকাল রাত থেকে অব্যাহত ভারী বৃষ্টিতে বরিশালের বানারীপাড়া পৌরসভায় দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। পৌর এলাকার বেশিরভাগ সড়ক, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা পানিতে তলিয়ে গেছে। এতে করে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকালে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, দোকানি ও রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। নষ্ট ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমে থাকছে দীর্ঘ সময় ধরে। অনেক এলাকায় বাড়ির ভেতরেও পানি ঢুকে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগ পোহাতে হয়। পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন বা নিয়মিত পরিষ্কারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না।
বৃষ্টির কারণে আশপাশের নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকায় দ্রুত পানি জমে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। গতকাল রাত থেকেই অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে পানির পাশাপাশি অন্ধকারেও মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণ, মোবাইল চার্জ, অনলাইন শিক্ষা ও অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে।
পথঘাট কাদাপানি ও জলাবদ্ধতায় পরিণত হওয়ায় অটোরিকশা ও রিকশা চলাচল বন্ধ হয়ে গেছে অনেক রাস্তায়। পথচারীদের হাঁটাচলায় ভোগান্তির শেষ নেই।
এ বিষয়ে বানারীপাড়া পৌরসভার এক কর্মকর্তা জানান, “পরিস্থিতি মোকাবিলায় জরুরি পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তবে পৌরবাসীর দাবি, সাময়িক নয়, চাই স্থায়ী সমাধান। আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রতিবছর এমন দুর্ভোগে পড়তে হচ্ছে।