ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র–গ্রামবাসী সংঘর্ষের একের পর এক ভিডিও প্রকাশ, হামলায় আহত অন্তত ২২০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 63

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একের পর এক নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা এবং এমনকি একজনকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্যও ধরা পড়েছে।

গতকাল রোববার বেলা দেড়টার দিকে সংঘর্ষ চলাকালে এসব ভিডিও ধারণ করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১২টা থেকে রোববার দুপুর ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অন্তত ২২০ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে প্রায় ২০০ জন শিক্ষার্থী।একটি ভিডিওতে ধানখেতের পাশে এক শিক্ষার্থীকে কয়েকজন গ্রামবাসী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন। শিক্ষার্থী প্রাণভিক্ষা চাইলে কয়েকজন তাঁকে উদ্ধার করেন। আরেকটি ভিডিওতে সাদা শার্ট পরা এক শিক্ষার্থীকে স্থানীয় একজন ছাদ থেকে লাথি মেরে ফেলে দেন, পরে তাঁকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। অন্য ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থীকে মাটিতে ফেলে পেটানো হচ্ছে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওছার মোহাম্মদ বলেন,   এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, লিখিত অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,   আমরা তিনটি মামলা করার প্রস্তুতি নিয়েছি। একটি শিক্ষার্থীদের ওপর হামলা, একটি বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট এবং তৃতীয় মামলার বিষয় পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেছেন—এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য, প্রক্টরসহ শিক্ষকরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। মুহূর্তেই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু হয়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনো উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র–গ্রামবাসী সংঘর্ষের একের পর এক ভিডিও প্রকাশ, হামলায় আহত অন্তত ২২০

প্রকাশঃ ১০:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একের পর এক নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা এবং এমনকি একজনকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্যও ধরা পড়েছে।

গতকাল রোববার বেলা দেড়টার দিকে সংঘর্ষ চলাকালে এসব ভিডিও ধারণ করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১২টা থেকে রোববার দুপুর ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অন্তত ২২০ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে প্রায় ২০০ জন শিক্ষার্থী।একটি ভিডিওতে ধানখেতের পাশে এক শিক্ষার্থীকে কয়েকজন গ্রামবাসী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন। শিক্ষার্থী প্রাণভিক্ষা চাইলে কয়েকজন তাঁকে উদ্ধার করেন। আরেকটি ভিডিওতে সাদা শার্ট পরা এক শিক্ষার্থীকে স্থানীয় একজন ছাদ থেকে লাথি মেরে ফেলে দেন, পরে তাঁকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। অন্য ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থীকে মাটিতে ফেলে পেটানো হচ্ছে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওছার মোহাম্মদ বলেন,   এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, লিখিত অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,   আমরা তিনটি মামলা করার প্রস্তুতি নিয়েছি। একটি শিক্ষার্থীদের ওপর হামলা, একটি বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট এবং তৃতীয় মামলার বিষয় পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেছেন—এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য, প্রক্টরসহ শিক্ষকরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। মুহূর্তেই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু হয়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনো উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”