চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোভারের উদ্যোগে বৃক্ষরোপণ, রক্তপরীক্ষা ও আত্মরক্ষা প্রশিক্ষণ

- প্রকাশঃ ০৯:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 43
Green Health Safety’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটরা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সচেতনতায় কার্যক্রম শুরু করলো | ছবি: প্রজন্ম কথা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘Green Health Safety’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ তৈরি এবং সেলফ-ডিফেন্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ডেনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় তিনি বৃক্ষরোপণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম (আরএসএল), অধ্যাপক ইরা আহমেদ (আরএসএল), বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের বিশিষ্ট ব্যক্তিত্ব স্কাউটার মো. রুহুল আমিন খাঁন এলটি ও এস. এম. হাবিবুল্লাহ (ডিআরসি)। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, রোভার মেট ও শতাধিক শিক্ষার্থী।
স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক এস. এম. নঈম উদ্দিন এবং সভাপতিত্ব করেন মো. হাবিবুর রহমান জালাল (উডব্যাজার)।
অনুষ্ঠানে রোভার সদস্যরা প্রায় দেড়শতাধিক চারা গাছ রোপণ করেন। প্রতিটি সদস্য একটি করে চারা রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেন। পাশাপাশি সেলফ-ডিফেন্স ও কারাতে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেখানে আসনের ৬০ শতাংশ নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। কোর্সে অংশগ্রহণকারীরা ধাপে ধাপে গ্রিন বেল্ট পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি আত্মরক্ষা ব্যাজ অর্জনের সুযোগ পাবেন।
সিনিয়র রোভার মেট শরীফ উদ্দিন ইভান বলেন,
“আমাদের লক্ষ্য শুধু রোভার কার্যক্রমে সীমাবদ্ধ রাখা নয়। আমরা চাই প্রতিটি রোভার সৃজনশীলতা, নির্মল চিন্তা ও চেতনার বিকাশের মাধ্যমে আত্মউন্নয়ন ঘটাবে। চবি রোভার স্কাউট নিঃসন্দেহে বাংলাদেশে সকলের মডেল হবে।”
দীর্ঘদিন ধরে চবি রোভার স্কাউট গ্রুপ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও টেকনোলজিস্টদের তত্ত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া বিভিন্ন সময় নানা কোর্স ও কার্যক্রমের মাধ্যমে রোভারদের দক্ষতা বৃদ্ধি, সবুজায়ন, নিরাপত্তা এবং মানবিক সহায়তার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে দীক্ষাপ্রাপ্ত রোভারদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।