ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতারকুল গার্মেন্টস বাজার এলাকার রাস্তাঘাট ভাঙা;জনদুর্ভোগ চরমে

  • প্রকাশঃ ০৫:১৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 20

 

সাতারকুল গার্মেন্টস বাজার এলাকাটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু সম্প্রতি এই এলাকার উভয় পাশে রাস্তা কেটে ও ভেঙে ফেলা হয়েছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় চলাচল ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাজারসংলগ্ন রাস্তার একাধিক স্থানে গ্যাস ও পানির লাইনের সংস্কার কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছে। পাশাপাশি কিছু স্থানে বিদ্যুৎ ও ইন্টারনেট ক্যাবল বসানোর কাজও চলছে। ফলে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট, ধুলোবালি, ও কাদা-পানির দুর্ভোগ।
বৃষ্টি হলে তো আরো বেহাল অবস্থা।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, পণ্য পরিবহনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। সাধারণ পথচারী, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে। দীর্ঘ সময় ধরে কাজ চললেও কোনো বিকল্প রাস্তার ব্যবস্থা বা প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক সাইনবোর্ডও নেই।

স্থানীয়দের দাবি, রাস্তার সংস্কার প্রয়োজন হলেও তা যেন পরিকল্পিতভাবে ও দ্রুত সম্পন্ন করা হয়। দীর্ঘদিন রাস্তাঘাট খোলা রেখে জনগণকে কষ্টে ফেলার কোনো যৌক্তিকতা নেই।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাঘাট মেরামত ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিনিধি:ওমর ফারুক

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সাতারকুল গার্মেন্টস বাজার এলাকার রাস্তাঘাট ভাঙা;জনদুর্ভোগ চরমে

প্রকাশঃ ০৫:১৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

সাতারকুল গার্মেন্টস বাজার এলাকাটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু সম্প্রতি এই এলাকার উভয় পাশে রাস্তা কেটে ও ভেঙে ফেলা হয়েছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় চলাচল ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাজারসংলগ্ন রাস্তার একাধিক স্থানে গ্যাস ও পানির লাইনের সংস্কার কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছে। পাশাপাশি কিছু স্থানে বিদ্যুৎ ও ইন্টারনেট ক্যাবল বসানোর কাজও চলছে। ফলে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট, ধুলোবালি, ও কাদা-পানির দুর্ভোগ।
বৃষ্টি হলে তো আরো বেহাল অবস্থা।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, পণ্য পরিবহনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। সাধারণ পথচারী, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে। দীর্ঘ সময় ধরে কাজ চললেও কোনো বিকল্প রাস্তার ব্যবস্থা বা প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক সাইনবোর্ডও নেই।

স্থানীয়দের দাবি, রাস্তার সংস্কার প্রয়োজন হলেও তা যেন পরিকল্পিতভাবে ও দ্রুত সম্পন্ন করা হয়। দীর্ঘদিন রাস্তাঘাট খোলা রেখে জনগণকে কষ্টে ফেলার কোনো যৌক্তিকতা নেই।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাঘাট মেরামত ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিনিধি:ওমর ফারুক

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”