ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাঙলা কলেজে পরিবহন সংকটে শিক্ষার্থীদের স্বস্তি দিতে এলো ‘মুক্তি’

  • প্রকাশঃ ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 38

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজে দীর্ঘদিনের পরিবহন সংকট লাঘবে যুক্ত হয়েছে নতুন একটি বিআরটিসি ডাবল ডেকার বাস। ‘মুক্তি’ নামের এই বাসটি শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা।

প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে এতদিন নিয়মিত চলত মাত্র দুটি বাস – ‘স্বাধীনতা’ ও ‘বিজয়’। এর মধ্যে যেকোনো একটির মেরামত বা যান্ত্রিক ত্রুটির কারণে অপরটিকেও চলাচলের বাইরে রাখতে হতো অনেক সময়। ফলে, যানবাহনের স্বল্পতায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তেন শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নিয়মিত কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য বিষয়টি হয়ে দাঁড়িয়েছিল এক বড় দুর্ভাবনার নাম।

শিক্ষার্থীদের অভিযোগ, গণপরিবহনে যাতায়াত করতে গিয়ে তাদের নানা ধরনের হয়রারি, নারী শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ এবং প্রায়শই বাসে ভাড়া নিয়ে বিবাদে জড়াতে হতো। পরিবহন সংকট মোকাবেলায় কলেজ প্রশাসন একাধিকবার মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসলেও স্থায়ী সমাধান আসছিল না। অবশেষে ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল (১ মে) সকালে কলেজ প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান বাসটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরিবহন সংকটে ভুগছিলেন। আমরা নিরলসভাবে এই সমস্যার সমাধানে কাজ করেছি। আজ ‘মুক্তি’ বাসের সংযোজন একটি বড় অগ্রগতি। ভবিষ্যতেও আরও বাস সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

কলেজের পরিবহন কমিটির তথ্য অনুযায়ী, বিআরটিসি পরিবহন পুল থেকে প্রাপ্ত বাসটি প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর ও গাবতলী হয়ে কলেজে পৌঁছাবে এবং বেলা আড়াইটায় ক্যাম্পাস থেকে নবীনগরের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবে।

নতুন বাস পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও আশাবাদ। তবে তারা মনে করেন, তিনটি বাস দিয়ে এখনো পুরো শিক্ষার্থীসম্ভারের যাতায়াত নিশ্চিত করা সম্ভব নয়। আরও বাস সংযোজন, রুট সম্প্রসারণ এবং বাসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত আরও বাস সংযোজন করা হলে তাদের দীর্ঘদিনের পরিবহন-ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

বাঙলা কলেজ প্রতিনিধি: তন্ময় আহমেদ

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাঙলা কলেজে পরিবহন সংকটে শিক্ষার্থীদের স্বস্তি দিতে এলো ‘মুক্তি’

প্রকাশঃ ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজে দীর্ঘদিনের পরিবহন সংকট লাঘবে যুক্ত হয়েছে নতুন একটি বিআরটিসি ডাবল ডেকার বাস। ‘মুক্তি’ নামের এই বাসটি শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা।

প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে এতদিন নিয়মিত চলত মাত্র দুটি বাস – ‘স্বাধীনতা’ ও ‘বিজয়’। এর মধ্যে যেকোনো একটির মেরামত বা যান্ত্রিক ত্রুটির কারণে অপরটিকেও চলাচলের বাইরে রাখতে হতো অনেক সময়। ফলে, যানবাহনের স্বল্পতায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তেন শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নিয়মিত কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য বিষয়টি হয়ে দাঁড়িয়েছিল এক বড় দুর্ভাবনার নাম।

শিক্ষার্থীদের অভিযোগ, গণপরিবহনে যাতায়াত করতে গিয়ে তাদের নানা ধরনের হয়রারি, নারী শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ এবং প্রায়শই বাসে ভাড়া নিয়ে বিবাদে জড়াতে হতো। পরিবহন সংকট মোকাবেলায় কলেজ প্রশাসন একাধিকবার মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসলেও স্থায়ী সমাধান আসছিল না। অবশেষে ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল (১ মে) সকালে কলেজ প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান বাসটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরিবহন সংকটে ভুগছিলেন। আমরা নিরলসভাবে এই সমস্যার সমাধানে কাজ করেছি। আজ ‘মুক্তি’ বাসের সংযোজন একটি বড় অগ্রগতি। ভবিষ্যতেও আরও বাস সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

কলেজের পরিবহন কমিটির তথ্য অনুযায়ী, বিআরটিসি পরিবহন পুল থেকে প্রাপ্ত বাসটি প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর ও গাবতলী হয়ে কলেজে পৌঁছাবে এবং বেলা আড়াইটায় ক্যাম্পাস থেকে নবীনগরের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবে।

নতুন বাস পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও আশাবাদ। তবে তারা মনে করেন, তিনটি বাস দিয়ে এখনো পুরো শিক্ষার্থীসম্ভারের যাতায়াত নিশ্চিত করা সম্ভব নয়। আরও বাস সংযোজন, রুট সম্প্রসারণ এবং বাসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত আরও বাস সংযোজন করা হলে তাদের দীর্ঘদিনের পরিবহন-ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

বাঙলা কলেজ প্রতিনিধি: তন্ময় আহমেদ

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”