ভালোবাসার একবেলা: আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে Astroworld Foundation

- প্রকাশঃ ১০:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 5
Astroworld Foundation- এর উদ্যোগে আপন নিবাস বৃদ্ধাশ্রমে মানবিক উদ্যোগ । ছবি: প্রজন্ম কথা
রাজধানীর স্নানঘাটা, তেরমুখ, উত্তরখানের ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে Astroworld Foundation-এর Street Child Sector-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী মানবিক আয়োজন ভালোবাসার একবেলা, শান্তির ছায়ায় কিছু মুহূর্ত।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল অবহেলিত ও একাকী জীবনের শেষ প্রান্তে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, তাদের মুখে হাসি ফোটানো এবং ভালোবাসার স্পর্শ পৌঁছে দেওয়া। আয়োজকরা জানান, এই মানুষগুলোই আমাদের অতীত তাদের বুকের ভেতর লুকানো আছে ত্যাগ, সংগ্রাম আর হাজারো গল্প। অতীতকে সম্মান জানিয়েই সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় Astroworld Foundation
এ আয়োজনে প্রায় ১১০ জন বৃদ্ধা অংশ নেন। তাদের সঙ্গে একসাথে খাওয়া, গল্প করা ও আনন্দ ভাগাভাগি করেন স্বেচ্ছাসেবীরা। আয়োজকেরা মনে করেন, একবেলার এই ভালোবাসা হয়তো সব শূন্যতা মুছে দিতে পারবে না, তবে এই ক্ষুদ্র প্রয়াসেই ফুটে ওঠে মানবিকতার বড় ছবি।
Astroworld Foundation-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন,
“আজকের এই আয়োজন শুধু খাবার খাওয়ার আয়োজন নয়— এটি ছিল ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতার সেতুবন্ধন। সমাজের সবাইকে বুঝতে হবে, বৃদ্ধরা আমাদের বোঝা নন তারাই আমাদের শেকড়। তাদের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ, এই পথচলা আমরা অব্যাহত রাখব।”
Street Child Sector-এর আহ্বায়ক অদিত আরাবি বলেন,
“প্রথমবারের মতো Street Child Sector-এর পক্ষ থেকে এমন আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ। বৃদ্ধাদের চোখের একফোঁটা আনন্দই আমাদের পরিশ্রমের পূর্ণতা। আমরা চাই, ভবিষ্যতেও এমন আরও আয়োজন করে সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে।”
Astroworld Foundation জানিয়েছে, ভবিষ্যতেও তারা সমাজের প্রান্তিক মানুষদের জন্য এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে, যাতে সহানুভূতির স্পর্শে ছুঁয়ে যেতে পারে অগণিত হৃদয়।