ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের জন্য আমরা কাউকে পরোয়া করি না’—বিএনপি নেতা ইশরাক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 4

ইশরাক হোসেন | ছবি: সংগৃহীত


বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও তাদের সহযোগীরা সুশাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়েছে।

রোববার রাজধানীতে এক সমাবেশে দেওয়া বক্তব্যে ইশরাক বলেন, আমরা রাজনীতি করি স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে। ভারতের আগ্রাসনের বিরোধিতা করি। আমেরিকা, চীন বা রাশিয়া—কাউকেই ভয় করি না। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, আমাদের নেতার বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, সেটা দেশের কোটি মানুষের মনে দাগ কাটে। যাঁরা এসব করেন, তাঁদের বাংলাদেশের মাটি, মানুষের আবেগ ও প্রতিক্রিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। রাজনীতির আগে আপনাদের প্রাইমারি স্কুলে যাওয়া উচিত।

চলমান সহিংসতা ও রাজনৈতিক নিপীড়ন প্রসঙ্গে ইশরাক বলেন, মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে বিএনপিকে দোষারোপ করা হলেও, পরে দেখা যায় হত্যাকারীরা ক্ষমতাসীনদের আশ্রয়ে ছিল। আমি গণমাধ্যমকে অনুরোধ করেছি ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাতে, কিন্তু তারা এখনো ভয় পায়।

গণমাধ্যম আগেও ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এই মবদের। মব জাস্টিস নিয়ে আর কিছু বলব না, শুধু বলব—যেখানে মব দেখবেন, সেখানেই উচিত শিক্ষা দিন,—হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাংলাদেশের জন্য আমরা কাউকে পরোয়া করি না’—বিএনপি নেতা ইশরাক

প্রকাশঃ ১২:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ইশরাক হোসেন | ছবি: সংগৃহীত


বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও তাদের সহযোগীরা সুশাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়েছে।

রোববার রাজধানীতে এক সমাবেশে দেওয়া বক্তব্যে ইশরাক বলেন, আমরা রাজনীতি করি স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে। ভারতের আগ্রাসনের বিরোধিতা করি। আমেরিকা, চীন বা রাশিয়া—কাউকেই ভয় করি না। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, আমাদের নেতার বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, সেটা দেশের কোটি মানুষের মনে দাগ কাটে। যাঁরা এসব করেন, তাঁদের বাংলাদেশের মাটি, মানুষের আবেগ ও প্রতিক্রিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। রাজনীতির আগে আপনাদের প্রাইমারি স্কুলে যাওয়া উচিত।

চলমান সহিংসতা ও রাজনৈতিক নিপীড়ন প্রসঙ্গে ইশরাক বলেন, মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে বিএনপিকে দোষারোপ করা হলেও, পরে দেখা যায় হত্যাকারীরা ক্ষমতাসীনদের আশ্রয়ে ছিল। আমি গণমাধ্যমকে অনুরোধ করেছি ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাতে, কিন্তু তারা এখনো ভয় পায়।

গণমাধ্যম আগেও ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এই মবদের। মব জাস্টিস নিয়ে আর কিছু বলব না, শুধু বলব—যেখানে মব দেখবেন, সেখানেই উচিত শিক্ষা দিন,—হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”