ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৩ ঘণ্টায়ও সন্ধান নেই ঢাকনাবিহীন ম্যানহোলে তলিয়ে যাওয়া জ্যোতির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 9

ঢাকনাহীন ম্যানহোলে পড়া নারীকে উদ্ধারের চেষ্টা | ছবি: সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর এখনো কোনো সন্ধান মেলেনি। দুর্ঘটনার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকারী দলের অভিযান এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ নারীর নাম জ্যোতি (৩২)। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে চিকিৎসকের পরামর্শ নিতে টঙ্গীর ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টির মধ্যে হাসপাতাল থেকে বের হয়ে বাসার উদ্দেশে যাওয়ার সময় রাস্তার পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। দ্রুতগতির পানির স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। স্থানীয়রা প্রথমে উদ্ধার প্রচেষ্টা চালালেও ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। প্রায় দুই ঘণ্টা বিলম্বে তারা অভিযান শুরু করে। রাতভর এবং সোমবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চললেও এখনো জ্যোতির কোনো খোঁজ মেলেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি টিম এবং দেশের সেরা পাঁচজন ডুবুরি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তবে পানির প্রবল স্রোত এবং গভীরতা আমাদের কাজকে বাধাগ্রস্ত করছে।

এদিকে, এমন একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোল থাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

১৩ ঘণ্টায়ও সন্ধান নেই ঢাকনাবিহীন ম্যানহোলে তলিয়ে যাওয়া জ্যোতির

প্রকাশঃ ০১:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ঢাকনাহীন ম্যানহোলে পড়া নারীকে উদ্ধারের চেষ্টা | ছবি: সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর এখনো কোনো সন্ধান মেলেনি। দুর্ঘটনার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকারী দলের অভিযান এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ নারীর নাম জ্যোতি (৩২)। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে চিকিৎসকের পরামর্শ নিতে টঙ্গীর ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টির মধ্যে হাসপাতাল থেকে বের হয়ে বাসার উদ্দেশে যাওয়ার সময় রাস্তার পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। দ্রুতগতির পানির স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। স্থানীয়রা প্রথমে উদ্ধার প্রচেষ্টা চালালেও ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। প্রায় দুই ঘণ্টা বিলম্বে তারা অভিযান শুরু করে। রাতভর এবং সোমবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চললেও এখনো জ্যোতির কোনো খোঁজ মেলেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি টিম এবং দেশের সেরা পাঁচজন ডুবুরি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তবে পানির প্রবল স্রোত এবং গভীরতা আমাদের কাজকে বাধাগ্রস্ত করছে।

এদিকে, এমন একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোল থাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”