মোবাইল ছিনতাইয়ে বিদেশি নাগরিকের আর্তনাদ, ভিডিও ভাইরাল বিমানবন্দর রেলস্টেশনে

- প্রকাশঃ ১১:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 2
বিমানবন্দর রেলস্টেশনে বিদেশি নাগরিকের আর্তনাদ | ভিডিও থেকে নেওয়া
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক বিদেশি নাগরিকের আর্তনাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদেশি নাগরিকের মোবাইল ফোন ছিনতাইয়ের পর তিনি প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে কান্নাজড়িত কণ্ঠে কিছু বলতে থাকেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের দিকে তাকিয়ে কথা বলছেন। তার চারপাশে বহু মানুষ দাঁড়িয়ে ঘটনাটি প্রত্যক্ষ করছেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ভিডিওটি তিনি দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি শনিবার (৯ আগস্ট) ঘটে থাকতে পারে। ভুক্তভোগী বিদেশি নাগরিক পুলিশের কাছে অভিযোগ করেননি।
তিনি আরও বলেন, বিমানবন্দর স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে। ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত করে আটক এবং মোবাইল ফোন উদ্ধার করার চেষ্টা করা হবে।