ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 13

২১ আগস্ট ২০২৫ তারিখে ঢাকার সায়েন্স ল্যাবে সংঘর্ষরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করছে পুলিশ | ছবি: রাজীব ধর


রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক। তিনি বলেন, ১৯ আগস্ট সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ সময় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পুলিশ জানায়, আরও বড় ধরনের সহিংসতা ঠেকাতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের সময় ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে।

পুলিশ জানায়, সংঘর্ষে আহতদের মধ্যে আছেন— ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী,  সিটি কলেজের ৪ শিক্ষার্থী, আইডিয়াল কলেজের ২ শিক্ষার্থী। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল এবং ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান।

গত ১৯ আগস্ট সায়েন্সল্যাব এলাকার উদ্ভাস কোচিং সেন্টারের কাছে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ মনে করছে, আজকের সংঘর্ষ সেই ঘটনারই ধারাবাহিকতা। সন্ধ্যার পর থেকে নিউমার্কেট–সায়েন্সল্যাব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১১

প্রকাশঃ ০৫:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

২১ আগস্ট ২০২৫ তারিখে ঢাকার সায়েন্স ল্যাবে সংঘর্ষরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করছে পুলিশ | ছবি: রাজীব ধর


রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক। তিনি বলেন, ১৯ আগস্ট সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ সময় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পুলিশ জানায়, আরও বড় ধরনের সহিংসতা ঠেকাতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের সময় ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে।

পুলিশ জানায়, সংঘর্ষে আহতদের মধ্যে আছেন— ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী,  সিটি কলেজের ৪ শিক্ষার্থী, আইডিয়াল কলেজের ২ শিক্ষার্থী। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল এবং ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান।

গত ১৯ আগস্ট সায়েন্সল্যাব এলাকার উদ্ভাস কোচিং সেন্টারের কাছে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ মনে করছে, আজকের সংঘর্ষ সেই ঘটনারই ধারাবাহিকতা। সন্ধ্যার পর থেকে নিউমার্কেট–সায়েন্সল্যাব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”