মানবতার মহোৎসব: কাঁচকুড়ায় সর্বএইড ব্লাড ফাউন্ডেশনের রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি

- প্রকাশঃ ১২:২৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 45
শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কর্মসূচি রূপ নিল মানবতার মহোৎসবে; নিয়ামাহ হাসপাতালের চিকিৎসক দল নিশ্চিত করলো স্বাস্থ্যসেবা | ছবি: প্রজন্ম কথা
সর্বএইড ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে কাঁচকুড়া কলেজ প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হলো তৃতীয় রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি। শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় মানবতার এক মহোৎসবে।
রক্তদাতারা শুধু নিজেদের রক্তের গ্রুপ জানতে আসেননি, বরং এসেছিলেন মানবতার সেবায় এগিয়ে আসতে। স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও সমর্থকদের সহযোগিতায় পুরো কর্মসূচি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।
কাঁচকুড়া কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সর্বএইড ব্লাড ফাউন্ডেশন। একইসঙ্গে বিশেষ ধন্যবাদ জানানো হয় নিয়ামাহ হাসপাতালকে, যারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দিয়ে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট নিশ্চিত করেছেন।
ফাউন্ডেশন জানায়, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন রক্তদাতা তৈরি ও জনসচেতনতা বৃদ্ধির কাজ অব্যাহত থাকবে, যাতে কোনো প্রাণ আর রক্তের অভাবে ঝুঁকির মুখে না পড়ে।
সর্বএইড ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাসরিমা বৃষ্টি বলেন, ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবসেবার এই কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিটি রক্তের ফোঁটা যেন সংকটকালীন মুহূর্তে জীবন বাঁচানোর প্রতীক হয়ে ওঠে।
অন্যদিকে সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বলেন, রক্তদান শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি গভীর অঙ্গীকার। একজন দাতার দেওয়া রক্ত অসহায় রোগীর জীবনে নতুন আলো ছড়ায়। প্রতিটি রক্তদাতা মানবতার এক অদৃশ্য সৈনিক।
প্রতিষ্ঠাতা রায়হান ওসমান জানান, আমরা চাই, সমাজের প্রতিটি প্রান্তে রক্তের মাধ্যমে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার জয়গান ছড়িয়ে পড়ুক।