খুলনায় গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু

- প্রকাশঃ ০৬:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 4
গুজব ও বিভ্রান্তিমূলক তথ্যের বিস্তার রোধে শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে খুলনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফ্যাক্ট-চেকিং’ প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (১৫ জুলাই) নগরীর সিএসএস আভা সেন্টারে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড)-এর উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন হয়। এতে খুলনার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইনস্টিটিউট ও মাদ্রাসার মোট ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ খুলনা জেলায় বাস্তবায়ন করছে স্থানীয় এনজিও পার্টনার কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
কর্মশালাটি পরিচালনা করছেন দেশের খ্যাতিমান ফ্যাক্ট-চেকিং বিশেষজ্ঞ মিনহাজ আমান। তিনি বলেন, “এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখছেন কীভাবে বিভিন্ন টুল ও কৌশল ব্যবহার করে তথ্য যাচাই, দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং অনলাইনে নিরাপদে যোগাযোগ করতে হয়।”
প্রশিক্ষণে গুজব ও ভুয়া তথ্য কীভাবে ছড়িয়ে পড়ে, কারা এর সুবিধাভোগী এবং কীভাবে এগুলো শনাক্ত করতে হয়— এসব বিষয়ে বিশদভাবে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি অংশগ্রহণকারীরা গুগল রিভার্স ইমেজ সার্চ, ইনভিড, গুগল অ্যাডভান্সড সার্চ এবং ওয়েব আর্কাইভিং প্ল্যাটফর্মের মতো আধুনিক টুল ব্যবহার করে কনটেন্ট যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ ও তথ্যের উৎস অনুসন্ধানের প্রাকটিক্যাল শিক্ষা নিচ্ছেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্যাকমিডের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুসনে আরা।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ ১৬ জুলাই শেষ হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা স্থানীয় পর্যায়ে কাজে লাগানোর জন্য আগামী ১৭ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
স্যাকমিডের পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনাসহ কুমিল্লা ও সিরাজগঞ্জ জেলায় আগামী এক বছরব্যাপী এ ধরনের ফ্যাক্ট-চেকিং ও ডিজিটাল সচেতনতা কার্যক্রম চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নারী ও তরুণদের মধ্যে ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে সক্ষমতা তৈরি, ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিরাপদ অনলাইন ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে স্যাকমিড।