ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে প্রতিপক্ষের হামলায় পুরুষশূন্য গ্রাম, আতঙ্কে নারী-শিশুরা

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশঃ ১২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 12

আতঙ্কে নারী-শিশু, লুটপাট-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি | ছবি: প্রজন্ম কথা   


প্রতিপক্ষের হামলা ও হুমকির মুখে নড়াইল সদরের চর শালিখা গ্রামে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন নারী ও শিশুরা। পুরুষরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় পুরো গ্রাম হয়ে পড়েছে প্রায় পুরুষশূন্য। এতে পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় প্রতিপক্ষের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তারা।

দুই মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজার শেখ ও মশিয়ার শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন আজিজার গ্রুপ এলাকা ছাড়ে। চলতি মাসে মধ্যস্থতার পর তারা ফিরলেও পুনরায় বিরোধ তীব্র হয়ে ওঠে। গত ১৫ আগস্ট সীতারামপুর ব্রিজ এলাকায় মশিয়ার গ্রুপের মুরাদ শেখকে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হলে উত্তেজনা চরমে ওঠে। এর জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বুধবার (২০ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের বেশ কিছু দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের চিহ্ন বহন করছে। টিনের বেড়া চৌচির, ভেতরে ভাঙা ফ্রিজ, টিভি, আলমারি ছড়িয়ে-ছিটিয়ে আছে। রান্নাঘরের হাড়ি-পাতিলও রক্ষা পায়নি।

জসীমের স্ত্রী রিয়া বেগম বলেন, পুরুষরা হাটে ছিল। প্রতিপক্ষের লোকজন ঘরে ঢুকে সব লুটপাট করেছে। ছেলে-মেয়ে নিয়ে এখন রাতে বাড়িতে থাকতে পারি না। আতঙ্কে এদিক-ওদিক আশ্রয় নিতে হয়।

ক্ষতিগ্রস্ত রোকেয়া বেগম জানান, আমার ছেলের দোকানে পাঁচ লাখ টাকার মাল ছিল, সব নিয়ে গেছে। ঠেকাতে গেলে আমার জাকে কুপিয়েছে। এখন আমাদের রাস্তা-ঘাটেও উঠতে দিচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত মশিয়ার শেখের পক্ষ থেকে তার ভাইপো মেহেদি দাবি করেন, “প্রতিপক্ষ নিজেরাই ঘরবাড়ি ভেঙে মশিয়ার গ্রুপের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে। তবে বাড়িঘর ভাঙচুর বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নড়াইলে প্রতিপক্ষের হামলায় পুরুষশূন্য গ্রাম, আতঙ্কে নারী-শিশুরা

প্রকাশঃ ১২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

আতঙ্কে নারী-শিশু, লুটপাট-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি | ছবি: প্রজন্ম কথা   


প্রতিপক্ষের হামলা ও হুমকির মুখে নড়াইল সদরের চর শালিখা গ্রামে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন নারী ও শিশুরা। পুরুষরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় পুরো গ্রাম হয়ে পড়েছে প্রায় পুরুষশূন্য। এতে পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় প্রতিপক্ষের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তারা।

দুই মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজার শেখ ও মশিয়ার শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন আজিজার গ্রুপ এলাকা ছাড়ে। চলতি মাসে মধ্যস্থতার পর তারা ফিরলেও পুনরায় বিরোধ তীব্র হয়ে ওঠে। গত ১৫ আগস্ট সীতারামপুর ব্রিজ এলাকায় মশিয়ার গ্রুপের মুরাদ শেখকে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হলে উত্তেজনা চরমে ওঠে। এর জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বুধবার (২০ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের বেশ কিছু দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের চিহ্ন বহন করছে। টিনের বেড়া চৌচির, ভেতরে ভাঙা ফ্রিজ, টিভি, আলমারি ছড়িয়ে-ছিটিয়ে আছে। রান্নাঘরের হাড়ি-পাতিলও রক্ষা পায়নি।

জসীমের স্ত্রী রিয়া বেগম বলেন, পুরুষরা হাটে ছিল। প্রতিপক্ষের লোকজন ঘরে ঢুকে সব লুটপাট করেছে। ছেলে-মেয়ে নিয়ে এখন রাতে বাড়িতে থাকতে পারি না। আতঙ্কে এদিক-ওদিক আশ্রয় নিতে হয়।

ক্ষতিগ্রস্ত রোকেয়া বেগম জানান, আমার ছেলের দোকানে পাঁচ লাখ টাকার মাল ছিল, সব নিয়ে গেছে। ঠেকাতে গেলে আমার জাকে কুপিয়েছে। এখন আমাদের রাস্তা-ঘাটেও উঠতে দিচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত মশিয়ার শেখের পক্ষ থেকে তার ভাইপো মেহেদি দাবি করেন, “প্রতিপক্ষ নিজেরাই ঘরবাড়ি ভেঙে মশিয়ার গ্রুপের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে। তবে বাড়িঘর ভাঙচুর বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”