যশোরের শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির ১৫ কর্মী জখম

- প্রকাশঃ ১০:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 3
যশোরের শার্শা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় বিএনপির নুরুজ্জামান লিটন গ্রুপের অন্তত ১৫ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার দুপুরে জনি ও জিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে হামলা চালায়।
প্রথমে বিএনপির কর্মী আব্দুর রাজ্জাককে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে তাঁকে বাঁচাতে এগিয়ে এলে রুহুল আমিনসহ আরও অন্তত ১৪ জন কর্মীকে মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, জনি নামে এক নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, আধিপত্য বিস্তার ও দলে প্রভাব বিস্তারকেই কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।