প্রতিপক্ষকে ফাঁসাতে গুমের নাটকের অভিযোগ

- প্রকাশঃ ১০:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 1
অভিযুক্ত পক্ষের একজন জাহিদুল ইসলাম (বামে)। ছবি: সংগৃহীত
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (২৭) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার দুপুরে ইব্রাহিমের স্ত্রী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, জলাকার দিঘি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে প্রতিপক্ষরা এই গুমের সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি বলেন, শ্বশুর হত্যাকাণ্ডের মামলার আসামিদের সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে।
অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। তপনভাগ গ্রামের কৃষিশ্রমিক জাহিদুল ইসলাম বলেন, দিঘি নিয়ে বহুদিনের বিরোধ রয়েছে। আমাদের নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ, অন্যায় করলে নিজেরাই পুলিশের কাছে যেতাম না।
অন্য এক অভিযুক্ত ইউসুফ আলী বলেন, আমরা চাই ইব্রাহিম সুস্থভাবে ফিরে আসুক। কারা তাকে নিয়ে গেছে আমরা জানি না। বরং প্রশাসনের কাছে অনুরোধ, সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হোক।
আরেক স্থানীয় অধুত মোল্যা বলেন, দিঘি নিয়ে আগেও প্রাণহানি ঘটেছে। ইউনিয়ন পরিষদ শালিসে ওই দিঘির দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয়েছে। এখন ইব্রাহিম নিখোঁজ হওয়ায় হঠাৎ আমাদের নাম ঘুরিয়ে আনা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার মোল্যা জানান, ইব্রাহিমকে রাত তিনটার দিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে—এমন খবর পেয়েছিলাম। তবে পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি। পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি তাকে খুঁজে বের করার।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তবে এখনো ইব্রাহিম মোল্যার সন্ধান পাওয়া যায়নি।