ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অতিষ্ঠ এলাকাবাসী

জেলা প্রতিনিধি
  • প্রকাশঃ ০৫:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 3

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে একের পর এক অনৈতিক কর্মকাণ্ড, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিভিন্ন সময়ে থানায় জিডি ও লিখিত অভিযোগ করেছেন।

গত ১৯ আগস্ট শেখহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে শেখহাটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দেখে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন রফিকুল ইসলাম মনা ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় তিনি ২৬ আগস্ট নড়াইল সদর থানায় একটি জিডি (নং–১০৫১) করেন।

এরপর ২৮ আগস্ট বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে প্যানেল চেয়ারম্যান মো. এরশাদ আলীকে চাকু ও হাতুড়ি প্রদর্শন করে হত্যার হুমকি দেওয়া হয়। তিনিও থানায় জিডি (নং–১৩৫০) করেন।

গত ৮ আগস্ট রাতে গৌরচন্দ্র পালের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে রফিকুলের বিরুদ্ধে। অভিযোগ প্রত্যাহারে চাপ সৃষ্টি করা হলে ৩০ আগস্ট সন্ধ্যায় শেখহাটি বাজারে তাঁর দোকানে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন ৩১ আগস্ট ভুক্তভোগী গৌরচন্দ্র পাল থানায় জিডি (নং–১৪৭৩) করেন।

সম্প্রতি নোয়াপাড়া এলাকায় ব্যবসায়ী সিবু সরকার নামে এক হিন্দু ধর্মাবলম্বীর ওপর হামলার অভিযোগও ওঠে রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে। সিবু সরকার জানান, গত সপ্তাহে নিজ বাড়ি শেখহাটিতে ফেরার পথে রফিকুল ও তার সহযোগীরা তাঁকে মারধর করে এবং পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রাণভয়ে তিনি মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানান।

সিবু সরকারের দাদা বিষ্ণু সরকার বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের ওপর অন্যায় চাপ তৈরি করা হয়। আমার ভাইকে রাস্তায় নামিয়ে মারধর করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে আনীত সব অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

নড়াইলে রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশঃ ০৫:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে একের পর এক অনৈতিক কর্মকাণ্ড, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিভিন্ন সময়ে থানায় জিডি ও লিখিত অভিযোগ করেছেন।

গত ১৯ আগস্ট শেখহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে শেখহাটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দেখে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন রফিকুল ইসলাম মনা ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় তিনি ২৬ আগস্ট নড়াইল সদর থানায় একটি জিডি (নং–১০৫১) করেন।

এরপর ২৮ আগস্ট বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে প্যানেল চেয়ারম্যান মো. এরশাদ আলীকে চাকু ও হাতুড়ি প্রদর্শন করে হত্যার হুমকি দেওয়া হয়। তিনিও থানায় জিডি (নং–১৩৫০) করেন।

গত ৮ আগস্ট রাতে গৌরচন্দ্র পালের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে রফিকুলের বিরুদ্ধে। অভিযোগ প্রত্যাহারে চাপ সৃষ্টি করা হলে ৩০ আগস্ট সন্ধ্যায় শেখহাটি বাজারে তাঁর দোকানে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন ৩১ আগস্ট ভুক্তভোগী গৌরচন্দ্র পাল থানায় জিডি (নং–১৪৭৩) করেন।

সম্প্রতি নোয়াপাড়া এলাকায় ব্যবসায়ী সিবু সরকার নামে এক হিন্দু ধর্মাবলম্বীর ওপর হামলার অভিযোগও ওঠে রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে। সিবু সরকার জানান, গত সপ্তাহে নিজ বাড়ি শেখহাটিতে ফেরার পথে রফিকুল ও তার সহযোগীরা তাঁকে মারধর করে এবং পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রাণভয়ে তিনি মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানান।

সিবু সরকারের দাদা বিষ্ণু সরকার বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের ওপর অন্যায় চাপ তৈরি করা হয়। আমার ভাইকে রাস্তায় নামিয়ে মারধর করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে আনীত সব অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”