ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে যশোরে এনসিপির শারদীয় উপহার বিতরণ

মো. তাজমুল হোসেন | যশোর প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 18

অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার পেল শারদীয় শুভেচ্ছা উপহার | ছবি: প্রজন্ম কথা 


বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সংগঠক এসকে আসিফ সোহানের উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি যশোর জেলা সংগঠক মো. নুরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠক সাজিদ সরোয়ার, ফরহাদ হোসেন, নারী সংগঠক সালমা আক্তার আশা, সজীবুর রহমান, আব্দুল্লাহ আল নাদিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

যশোর জেলার যুবশক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব ফারিন আহমেদ এবং মুখ্য সংগঠক সোহানুর রহমান সোহান।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করাই জাতীয় নাগরিক পার্টির মূল অঙ্গীকার। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে শারদীয় উপহার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে যশোরে এনসিপির শারদীয় উপহার বিতরণ

প্রকাশঃ ১১:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার পেল শারদীয় শুভেচ্ছা উপহার | ছবি: প্রজন্ম কথা 


বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সংগঠক এসকে আসিফ সোহানের উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি যশোর জেলা সংগঠক মো. নুরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠক সাজিদ সরোয়ার, ফরহাদ হোসেন, নারী সংগঠক সালমা আক্তার আশা, সজীবুর রহমান, আব্দুল্লাহ আল নাদিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

যশোর জেলার যুবশক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব ফারিন আহমেদ এবং মুখ্য সংগঠক সোহানুর রহমান সোহান।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করাই জাতীয় নাগরিক পার্টির মূল অঙ্গীকার। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে শারদীয় উপহার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”