ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিকার আদায়ে রাজপথে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা

  • প্রকাশঃ ০৬:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 20

বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত দেশের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা এবার আর নীরব নেই। মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং নবসৃষ্ট পদে দ্রুত নিয়োগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন।

সোমবার (৫ মে ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ব্যানার, পোস্টার ও নানা প্রতিবাদী স্লোগানসহ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ফিশারিজ পেশাজীবীদের বিসিএসে অবমূল্যায়ন, সরকারি চাকরির সীমিত সুযোগ এবং মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম স্থবিরতার কারণে তাঁরা পেশাগতভাবে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন।

একজন শিক্ষার্থী বলেন, “আমরা দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখি। অথচ সরকারি চাকরিতে আমাদের অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত। নতুন অর্গানোগ্রাম বাস্তবায়নে বারবার বিলম্ব হচ্ছে, যা আমাদের ভবিষ্যতের ওপর বিরূপ প্রভাব ফেলছে।”

আরেক শিক্ষার্থী জানান, “এই দাবি শুধু একটি চাকরির দাবি নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াই। আমরা চাই আমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে।”

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও উপযুক্ত পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান। তাঁদের মতে, ফিশারিজ পেশাজীবীদের জন্য একটি সম্মানজনক ও স্থিতিশীল ক্যারিয়ার গড়ার পথ নিশ্চিত না করলে দেশের মৎস্য খাত উন্নয়ন ব্যাহত হবে।

এ সময় তাঁরা ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন, যদি তাঁদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিকার আদায়ে রাজপথে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা

প্রকাশঃ ০৬:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত দেশের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা এবার আর নীরব নেই। মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং নবসৃষ্ট পদে দ্রুত নিয়োগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন।

সোমবার (৫ মে ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ব্যানার, পোস্টার ও নানা প্রতিবাদী স্লোগানসহ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ফিশারিজ পেশাজীবীদের বিসিএসে অবমূল্যায়ন, সরকারি চাকরির সীমিত সুযোগ এবং মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম স্থবিরতার কারণে তাঁরা পেশাগতভাবে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন।

একজন শিক্ষার্থী বলেন, “আমরা দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখি। অথচ সরকারি চাকরিতে আমাদের অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত। নতুন অর্গানোগ্রাম বাস্তবায়নে বারবার বিলম্ব হচ্ছে, যা আমাদের ভবিষ্যতের ওপর বিরূপ প্রভাব ফেলছে।”

আরেক শিক্ষার্থী জানান, “এই দাবি শুধু একটি চাকরির দাবি নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াই। আমরা চাই আমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে।”

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও উপযুক্ত পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান। তাঁদের মতে, ফিশারিজ পেশাজীবীদের জন্য একটি সম্মানজনক ও স্থিতিশীল ক্যারিয়ার গড়ার পথ নিশ্চিত না করলে দেশের মৎস্য খাত উন্নয়ন ব্যাহত হবে।

এ সময় তাঁরা ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন, যদি তাঁদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”