বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অক্টোবরেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন

- প্রকাশঃ ১২:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 21
অক্টোবরে হবে ব্রাকসু নির্বাচন, অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা | ছবি: প্রজন্ম কথা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) সংযুক্তকরণ এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবিতে চলমান আমরণ অনশন মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নেন।
উপাচার্য জানিয়েছেন, সম্ভাব্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬-৩০ অক্টোবরের মধ্যে।
এই অনশন কর্মসূচিতে অন্তত ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গতকাল দুইজন অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙে চলে যান। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য প্রথমে ১০ কার্যদিবস সময় চেয়ে ইউজিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছেন এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাস দিয়েছেন।
অনশনরত শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, আমরা জীবন দিয়ে এই ছাত্রসংসদ চেয়েছি। প্রশাসনের প্রতিশ্রুতির ফলে মনে হয় আমাদের দাবি বাস্তবায়িত হবে। আশা করি অক্টোবরের মধ্যেই আমরা নির্বাচনে অংশ নিতে পারব।
অন্য শিক্ষার্থীরা বলেন, ছাত্রসংসদ আমাদের অধিকার। বারবার আশ্বাসের পরও বাস্তবায়ন না হওয়ায় আমরা কঠোর আন্দোলনে নেমেছিলাম। তবে প্রশাসনের আশ্বাস এবং অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে আমরা অনশন স্থগিত করেছি।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট থেকে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। দীর্ঘদিন ধরে ছাত্রসংসদের দাবি জানিয়ে আসলেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় তারা এই অবস্থান নিয়েছিলেন।