সুনামগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

- প্রকাশঃ ১২:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 57
০৯-০৫-২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সুনামগঞ্জ জেলা শাখা। শুক্রবার রাত সাড়ে ৮টায় শহরের কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশ মিলিত হয়।
এন.ডি উছমান গনি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য তানভীর আহামেদ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী শাহনুর তালুকদার, ছাত্র নেতা মো. রিদওয়ানুল হক নিহাল, ফয়ছল আহমেদ, সাইমন মিয়া, উবায়দুল্লাহ তাহমিদ, আলাল মিয়া প্রমুখ।
এসময় বক্তারা আওয়ামী লীগ নেতাদের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বক্তারা বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। প্রয়োজনে একদফা আন্দোলনের ডাক দেওয়া হবে।
সুনামগঞ্জ প্রতিনিধি:তুর্য দাস