ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • প্রকাশঃ ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 1

৩ জুলাই ২০২৫ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া (৫) ও মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানবির মিয়া (৫)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কিছুদিন আগে মামার বাড়িতে বেড়াতে আসে আকিক মিয়া। বৃহস্পতিবার সকালে মামার বাড়ির পাশে তানবিরের সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনেই পাশের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশঃ ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

৩ জুলাই ২০২৫ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া (৫) ও মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানবির মিয়া (৫)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কিছুদিন আগে মামার বাড়িতে বেড়াতে আসে আকিক মিয়া। বৃহস্পতিবার সকালে মামার বাড়ির পাশে তানবিরের সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনেই পাশের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”