জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সুনামগঞ্জে ‘জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স’ কমিটি

- প্রকাশঃ ১১:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 3
জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুনামগঞ্জে গঠিত হলো ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর ৯৬ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জের রাজপথে গুরুতর আহত এ-গ্রেডের জুলাইযোদ্ধা মো. জহুর আলী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. ফয়ছল আহমদকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হালিম হেলিম, মো. জুলপাশ খান, শিবনাথ বিশ্বাস, জিহান জুবায়ের, ইসহাক আমিনী, হাফিজ আহমদ, মনিরুল ইসলাম মনিরসহ আরও অনেকে।
কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান মুহিত এবং সিনিয়র সদস্য সচিব হয়েছেন রাকিবুল ইসলাম। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন শবনম দ্দোজা জ্যোতি, আর সহ-মুখপাত্র হিসেবে রয়েছেন উম্মে সুমাইয়া তাবাসসুম মুনা, ইতি বর্মন, আইবুর রহমান, মেহেদী হাসান জয়সহ আরও অনেকে।
এছাড়া কমিটিতে রয়েছেন ১৬ জন যুগ্ম আহ্বায়ক, ৬ জন যুগ্ম মুখ্য সংগঠক, ৮ জন যুগ্ম সদস্য সচিব এবং ১৬ জন সংগঠক।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও সদস্য সচিব ফয়সাল মাহমুদ এক বিবৃতিতে বলেন, “জুলাই বিপ্লবের স্পিরিট ও আদর্শ ধরে রাখতেই এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ফ্যাসিবাদমুক্ত একটি ন্যায়ের বাংলাদেশ গঠনে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নবনিযুক্ত জেলা আহ্বায়ক মো. জহুর আলী দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের। সবাইকে সঙ্গে নিয়ে জুলাই আন্দোলনের চেতনাকে সুনামগঞ্জের সর্বস্তরে ছড়িয়ে দিতে চাই।”
কমিটি ঘোষণার পর নবনিযুক্ত নেতাদের অভিনন্দন জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল, ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, এমআর সজিব, আবু হানিফ, নজরুল ইসলাম, আফতাব উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।