গোপালগঞ্জ ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে সড়ক অবরোধ

- প্রকাশঃ ১০:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 19
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ধারাবাহিক হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে এনসপি সুনামগঞ্জ জেলা কমিটি।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিলে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর কেন্দ্রীয় নির্দেশে কর্মসূচি প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালে আলফাত স্কয়ার এলাকায় দিল্লি নয় ঢাকা, ঢাকা ঢাকা, একটা একটি লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, গোপালগঞ্জে হামলার জবাব চাই, শহীদের স্মরণে ভয় করিনা মরণে, মুদি লীগের ঠিকানা এই বাংলায় হবে না, দিয়েছি রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
কর্মসূচিতে সুনামগঞ্জ এনসপির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী, যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ মোহাম্মদ নাসিম, সুনামগঞ্জ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক এনডি উসমান গণি, সদস্য সচিব রিদওয়ানুল হক নিহালসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবরোধ প্রত্যাহারের পর সুনামগঞ্জ এনসপির যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, ‘গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বারবার হামলা চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা বাহিনী সব জানার পরও কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই আন্দোলনের অগ্রসৈনিকেরা গোপালগঞ্জে প্রবেশের সময় ও সমাবেশ শেষে ফেরার পথে দুই দফায় হামলার শিকার হন। প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে সারাদেশে একযোগে অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এখন আমরা অবরোধ প্রত্যাহার করেছি।’
তিনি আরও বলেন, এটি কোনো দলীয় এজেন্ডা নয়। এই আন্দোলন সম্মিলিত অভ্যুত্থানের ফসল রক্ষার আন্দোলন। গত জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম, এই জুলাইয়েও আমাদের সতর্ক থাকতে হবে। জুলাইয়ের পর জুলাই পাহারা দিয়েই ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে নিরাপদ রাখতে হবে, এটি আমাদের সকলের দায়িত্ব।