ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 2

জুলাই ’৭১-এ সংঘটিত গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগাতে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয় সুনামগঞ্জে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্য জাদুঘরের প্রদর্শনীগৃহে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী উদ্বোধন করেন দুই শিক্ষার্থী—সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাজেদুল কিবরিয়া ওহি এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী অদ্রিতা বড়ুয়া।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত।

প্রদর্শনীতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী। তাদের হাতে আঁকা দেয়ালচিত্রে ফুটে উঠেছে গণমানুষের স্বপ্ন, প্রতিবাদ, আশা ও চেতনার রঙিন রেখা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের চোখে ছিল বিস্ময়, মুখে ছিল প্রশ্ন—তাদের আঁকায় উঠে এসেছে স্বাধীনতার পূর্বপ্রবাহ, প্রতিবাদের ভাষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশঃ ১০:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

জুলাই ’৭১-এ সংঘটিত গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগাতে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয় সুনামগঞ্জে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্য জাদুঘরের প্রদর্শনীগৃহে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী উদ্বোধন করেন দুই শিক্ষার্থী—সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাজেদুল কিবরিয়া ওহি এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী অদ্রিতা বড়ুয়া।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত।

প্রদর্শনীতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী। তাদের হাতে আঁকা দেয়ালচিত্রে ফুটে উঠেছে গণমানুষের স্বপ্ন, প্রতিবাদ, আশা ও চেতনার রঙিন রেখা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের চোখে ছিল বিস্ময়, মুখে ছিল প্রশ্ন—তাদের আঁকায় উঠে এসেছে স্বাধীনতার পূর্বপ্রবাহ, প্রতিবাদের ভাষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”