ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মোঃ ইমাম হোসেন । ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 1

পিরোজপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে ‘জুলাই যোদ্ধা পিরোজপুর’ সংগঠনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভাপতিত্ব করেন ‘জুলাই যোদ্ধা পিরোজপুর’ সংগঠনের আহ্বায়ক কাজী মো. আবু হানিফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তাহমীদ আল নাসীব।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক রহমান, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

এছাড়াও আলোচনায় অংশ নেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার এবং জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি দিন নয়—এটি একটি চেতনার নাম। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকের প্রজন্মকে দায়িত্বশীল ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।”
জেলা প্রশাসক আশরাফুল আলম খান বলেন, “আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি, তাদের আত্মত্যাগই আমাদের পথ দেখায়। সরকারিভাবে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় যতটা সম্ভব করা হবে।”

দোয়া মাহফিল শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল একটি গভীর আবেগঘন পরিবেশ এবং সম্মানজনক সংহতির আবহ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রকাশঃ ০৮:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

পিরোজপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে ‘জুলাই যোদ্ধা পিরোজপুর’ সংগঠনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভাপতিত্ব করেন ‘জুলাই যোদ্ধা পিরোজপুর’ সংগঠনের আহ্বায়ক কাজী মো. আবু হানিফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তাহমীদ আল নাসীব।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক রহমান, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

এছাড়াও আলোচনায় অংশ নেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার এবং জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি দিন নয়—এটি একটি চেতনার নাম। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকের প্রজন্মকে দায়িত্বশীল ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।”
জেলা প্রশাসক আশরাফুল আলম খান বলেন, “আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি, তাদের আত্মত্যাগই আমাদের পথ দেখায়। সরকারিভাবে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় যতটা সম্ভব করা হবে।”

দোয়া মাহফিল শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল একটি গভীর আবেগঘন পরিবেশ এবং সম্মানজনক সংহতির আবহ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”