শারীরিক অসুস্থতায় সুনামগঞ্জের কৃষকলীগ আহ্বায়কের রাজনীতি থেকে অবসরের ঘোষণা

- প্রকাশঃ ০৯:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 1
শারীরিক অসুস্থতার কারণে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার দলীয় পদ ও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত সোমবার (১১ আগস্ট) বিকেল চারটার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক অঙ্গীকারনামার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
চামরদানী ইউনিয়নের লহর দুগনই গ্রামের বাসিন্দা রুহুল আমীন তালুকদার অঙ্গীকারনামায় লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে মধ্যনগর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ পাওয়ায় ব্যক্তিগত ও পারিবারিক বিষয় বিবেচনায় তিনি রাজনীতি থেকে চিরতরে অবসর নিচ্ছেন।
অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেন, আমি চিরতরে রাজনীতির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করলাম।
মুঠোফোনে আলাপকালে রুহুল আমীন তালুকদার বলেন, গত ১১ আগস্ট বিকেলে ফেসবুকে পোস্টটি দিয়েছিলাম। মহান আল্লাহর ইচ্ছায় সুস্থ হলেও আর কোনো দিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হব না বলে অঙ্গীকার করেছি।