ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

হিমান পুরকায়স্থ । কমলগঞ্জ সরকারি কলেজ প্রতিনিধি
  • প্রকাশঃ ০১:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 23

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ (শনিবার) মৌলভীবাজার জেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে গীতা পাঠ, পূজা-অর্চনা, আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে শুভ সূচনা হয়েছে। এদিন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করেন।

জেলা শহরের নতুন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম. নাছের রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সভাপতি অরুণ ভট্টাচার্য, রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাস এবং সনাতন ধর্ম আলোচক নিরঞ্জন গোস্বামীসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ১০টা ৩০ মিনিটে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় শহরের বিভিন্ন ধর্মীয় সংগঠন ও হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মীরা।

হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত পাল বলেন, দুষ্টের দমন আর সৎ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আমরাও বিশ্বাস করি, আজকের সমাজে অন্যায়-অবিচার দমনে ভগবান আবারো আসবেন। এবছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমীর সব আয়োজন সম্পন্ন হয়েছে।

হিন্দু পুরাণ অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মহাবতার রূপে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে মানবজাতির কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন।

এ উপলক্ষে ভক্তরা উপবাস পালন, পূজা-অর্চনা, ভজন-কীর্তন এবং বিশেষ আরতির আয়োজন করেন। শহরের মন্দির ও ঘরবাড়ি ফুল ও আলো দিয়ে সাজানো হয়।

নতুন কালীবাড়ি থেকে আজ শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উদ্‌যাপনের প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

প্রকাশঃ ০১:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ (শনিবার) মৌলভীবাজার জেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে গীতা পাঠ, পূজা-অর্চনা, আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে শুভ সূচনা হয়েছে। এদিন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করেন।

জেলা শহরের নতুন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম. নাছের রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সভাপতি অরুণ ভট্টাচার্য, রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাস এবং সনাতন ধর্ম আলোচক নিরঞ্জন গোস্বামীসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ১০টা ৩০ মিনিটে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় শহরের বিভিন্ন ধর্মীয় সংগঠন ও হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মীরা।

হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত পাল বলেন, দুষ্টের দমন আর সৎ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আমরাও বিশ্বাস করি, আজকের সমাজে অন্যায়-অবিচার দমনে ভগবান আবারো আসবেন। এবছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমীর সব আয়োজন সম্পন্ন হয়েছে।

হিন্দু পুরাণ অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মহাবতার রূপে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে মানবজাতির কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন।

এ উপলক্ষে ভক্তরা উপবাস পালন, পূজা-অর্চনা, ভজন-কীর্তন এবং বিশেষ আরতির আয়োজন করেন। শহরের মন্দির ও ঘরবাড়ি ফুল ও আলো দিয়ে সাজানো হয়।

নতুন কালীবাড়ি থেকে আজ শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উদ্‌যাপনের প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”