সুনামগঞ্জে নৌকাডুবি: তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 14
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় আইয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিঁপড়াকান্দা অটোস্ট্যান্ডসংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ূন মিয়ার ছেলে। ওই দিন রাত আটটার দিকে পরিবারের ১০–১২ জন সদস্য একটি ছাদওয়ালা নৌকায় করে বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামে আত্মীয়ের জানাজায় অংশ নিতে রওনা দেন। পথে পিঁপড়াকান্দা ব্রিজ এলাকায় প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
পাশের লোকজনের সহায়তায় সবাইকে উদ্ধার করা হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছোট্ট আইয়ান। পরে তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।