সুনামগঞ্জে হাওরে নৌকাডুবি, পাঁচজন উদ্ধার, দুজনের খোঁজ নেই

- প্রকাশঃ ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 15
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কনে দেখতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে শামসুদ্দিন (৬০) ও নুসরাত (৭) নামে দুজন নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাম হাওরে এ দুর্ঘটনা ঘটে। দুপুর আড়াইটা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সকালে ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে কনে দেখতে ৭ জন যাত্রী ইঞ্জিনচালিত নৌকায় রওনা দেন। ধারাম হাওরে পৌঁছালে নৌকাটি ঝড়ো বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা চালকসহ পাঁচজনকে উদ্ধার করেন। এর মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিখোঁজ শামসুদ্দিন সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। ইতোমধ্যে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দিয়েছে।