সুনামগঞ্জ সীমান্তে আড়াই লাখ টাকার ভারতীয় চোরাই মদ জব্দ

- প্রকাশঃ ০৪:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 3
শনিবার দুপুরে পৃথক অভিযানে এসব মদ জব্দের কথা জানায় বিজিবি | ছবি: প্রজন্ম কথা
সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় চোরাই মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার দুপুরে এই তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা এলাকায় নারায়নতলা বিওপির টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১২১২/১০ থেকে ২০০ গজ ভেতর মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
পরে রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপির সদস্যরা অভিযান চালায়। সীমান্ত পিলার ১২০২/৭—এস থেকে ১৫০ গজ ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।
দুইটি অভিযানে মোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।