সুনামগঞ্জে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

- প্রকাশঃ ১০:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 3
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর “বর্বরোচিত হামলার” প্রতিবাদে এবং যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর ৩টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের সামনে আলোচনা সভা শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের সভাপতি মোজাহিদ আলী খোকন। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাজির খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি সোহেল বরকত ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আজগর। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হান্নান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তিমন চৌধুরীসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুব অধিকার পরিষদ দেশের গণতন্ত্র, শ্রমিকের অধিকার ও অবহেলিত জনগোষ্ঠীর দাবি আদায়ে কাজ করছে। প্রয়োজনে রক্ত দিয়েও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যাবে সংগঠনটি। তারা জানান, আগামী দিনে আরও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের লড়াই জোরদার করা হবে।
নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, “১৭ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের চোখে চোখ রেখে আন্দোলন করেছেন নুর ভাই। তাঁকে দমিয়ে রাখতেই এ হামলা চালানো হয়েছে। দেশে গভীর ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে।”
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।