ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ভেকুর ধাক্কায় সাইনবোর্ড-রেলিং ও সিএনজি ভাঙল, আহত নারী যাত্রী

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 2

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কাজ করার সময় বিদ্যুতের তারে ভেকু মেশিনের টান লেগে সাইনবোর্ড ও রেলিং ভেঙে একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় সিএনজির একজন মহিলা যাত্রী আহত হন, তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ওই মহিলার পরিচয় পাওয়া যায় নি।

মঙ্গলবার দুপুরে শহরের কাজীর পয়েন্ট এলাকার পৌর মিনি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীর্রা জানান, কাজীর পয়েন্টে ড্রেনেজের কাজ হচ্ছে। মাটি কাটার সময় বিদ্যুতের তারে ভেকু মেশিনের টান লেগে পৌর মিনি মার্কেটের একটি দোকানের সাইনবোর্ড ও রেলিং হঠাৎ ভেঙে পড়ে।

এতে সিএনজি ক্ষতিগ্রস্ত হয় ও একজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার প্রেক্ষিতে সড়কে যানজট দেখা দেয় ও বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। বৈদ্যুতিক লাইন বন্ধ করে লাইন ঠিক করার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালী কৃষ্ণ পাল বলেন, মাটি কাটার সময় ডিশের তারে ভেকু মেশিন মাথা লেগে সাইনবোর্ড ও রেলিং ভেঙে পড়ে। এ ঘটনায় একজন মহিলা পায়ে সামান্য আঘাত পেয়েছেন, তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সুনামগঞ্জে ভেকুর ধাক্কায় সাইনবোর্ড-রেলিং ও সিএনজি ভাঙল, আহত নারী যাত্রী

প্রকাশঃ ০৩:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কাজ করার সময় বিদ্যুতের তারে ভেকু মেশিনের টান লেগে সাইনবোর্ড ও রেলিং ভেঙে একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় সিএনজির একজন মহিলা যাত্রী আহত হন, তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ওই মহিলার পরিচয় পাওয়া যায় নি।

মঙ্গলবার দুপুরে শহরের কাজীর পয়েন্ট এলাকার পৌর মিনি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীর্রা জানান, কাজীর পয়েন্টে ড্রেনেজের কাজ হচ্ছে। মাটি কাটার সময় বিদ্যুতের তারে ভেকু মেশিনের টান লেগে পৌর মিনি মার্কেটের একটি দোকানের সাইনবোর্ড ও রেলিং হঠাৎ ভেঙে পড়ে।

এতে সিএনজি ক্ষতিগ্রস্ত হয় ও একজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার প্রেক্ষিতে সড়কে যানজট দেখা দেয় ও বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। বৈদ্যুতিক লাইন বন্ধ করে লাইন ঠিক করার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালী কৃষ্ণ পাল বলেন, মাটি কাটার সময় ডিশের তারে ভেকু মেশিন মাথা লেগে সাইনবোর্ড ও রেলিং ভেঙে পড়ে। এ ঘটনায় একজন মহিলা পায়ে সামান্য আঘাত পেয়েছেন, তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”