সুনামগঞ্জে চার উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা

- প্রকাশঃ ১১:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 36
সুনামগঞ্জ জেলার চারটি উপজেলায় জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিরাই, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির মধ্যে—
-
দিরাই উপজেলা: আহ্বায়ক কোহিনুর মিয়া, সদস্য সচিব আহমেদ সালমান
-
জামালগঞ্জ উপজেলা: আহ্বায়ক মোজাহিদ হোসেন, সদস্য সচিব সাহবুবুল ইসলাম
-
বিশ্বম্ভরপুর উপজেলা: আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম হাবিব
-
মধ্যনগর উপজেলা: আহ্বায়ক শাকিল আলম, সদস্য সচিব সেলিম আহমদ
কমিটি ঘোষণার পর নবগঠিত নেতৃবৃন্দ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ জেলা আহ্বায়ক সুলতান মো. সবুজ, সদস্য সচিব সেলিম মুন্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ, শাল্লা উপজেলা আহ্বায়ক শান্তনুর মেম্বার, দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক একলাসুর রহমান, সদস্য সচিব জিয়াউর রহমানসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।