অষ্টমী তিথিতে ভক্তদের ঢল, মৌলভীবাজারে প্রথমবারের মতো কুমারী পূজার আয়োজন

- প্রকাশঃ ১০:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 29
মৌলভীবাজারে তারাপাশা বিষ্ণুপদ ধামে প্রথম কুমারী পূজার আয়োজন | ছবি: প্রজন্ম কথা
মৌলভীবাজার জেলার তারাপাশা বিষ্ণুপদ ধামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কুমারী পূজা। দেবী দুর্গার অষ্টমী তিথি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার আবহে শুরু হয় এই পূজার্চনা।
ধর্মীয় আচার অনুযায়ী এক কিশোরীকে জীবন্ত দেবীর রূপে প্রতিস্থাপন করে আরতি, মন্ত্রোচ্চারণ ও ভজন-গানের মাধ্যমে সম্পন্ন হয় কুমারী পূজা। পূজামণ্ডপে ধূপ-ধুনোর সুগন্ধ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে সৃষ্টি হয় এক অপার্থিব পরিবেশ।
হাজারো ভক্ত স্থানীয় এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে এসে এই বিরল আয়োজন প্রত্যক্ষ করেন। আয়োজকরা জানান, প্রথমবারের এ আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আগামীতে নিয়মিতভাবে কুমারী পূজা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ভক্তদের বিশ্বাস, এ পূজা সমাজে শুভ শক্তির প্রসার ঘটাবে এবং অশুভ শক্তির বিনাশ সাধন করবে। স্থানীয় ভক্তদের মতে, এ ধরনের পূজা কেবল ধর্মীয় আবহই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকেও আরও সুদৃঢ় করবে। ফলে তারাপাশা বিষ্ণুপদ ধাম এ অঞ্চলের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে নতুন মাত্রা পেল।