ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সেনা অভিযানে আবু সাঈদের মৃত্যু: তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 3

 ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে নিহত ইলেকট্রিক মিস্ত্রি আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সাতজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর দিরাই–শাল্লা (সুনামগঞ্জ–২) আসনের প্রার্থী মোহাম্মদ শিশির মনির এ নোটিশ পাঠান। নিহত আবু সাঈদ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের বাসিন্দা ছিলেন।

নোটিশে বলা হয়েছে, গত ২২ জুন জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা গ্রামে যৌথ বাহিনীর অভিযানের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার সময় তিনি ও তাঁর চাচাতো ভাই আকবর আলী সেখানে বিদ্যুতের কাজ করছিলেন। নিহত আবু সাঈদের বিরুদ্ধে কোনো মামলা বা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ছিল না বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, পেশাজীবী একজন মানুষ কীভাবে অভিযানের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও শঙ্কা ছড়িয়েছে। ঘটনাস্থলে লাশ দীর্ঘ সময় ফেলে রাখা, ঘটনাটি গোপন রাখা এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না দেওয়ার কারণে জনমনে আরও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার প্রায় ১০ দিন পার হলেও এখনো কোনো মামলার অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন শিশির মনির। তিনি বলেন, ‘এই মৃত্যুতে পরিবারটি আর্থিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়েছে। নিহত আবু সাঈদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক।’

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সিলেট সেনানিবাসের জিওসি, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দিরাই ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট আবেদনসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিশির মনির।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সেনা অভিযানে আবু সাঈদের মৃত্যু: তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

প্রকাশঃ ০৯:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে নিহত ইলেকট্রিক মিস্ত্রি আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সাতজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর দিরাই–শাল্লা (সুনামগঞ্জ–২) আসনের প্রার্থী মোহাম্মদ শিশির মনির এ নোটিশ পাঠান। নিহত আবু সাঈদ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের বাসিন্দা ছিলেন।

নোটিশে বলা হয়েছে, গত ২২ জুন জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা গ্রামে যৌথ বাহিনীর অভিযানের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার সময় তিনি ও তাঁর চাচাতো ভাই আকবর আলী সেখানে বিদ্যুতের কাজ করছিলেন। নিহত আবু সাঈদের বিরুদ্ধে কোনো মামলা বা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ছিল না বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, পেশাজীবী একজন মানুষ কীভাবে অভিযানের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও শঙ্কা ছড়িয়েছে। ঘটনাস্থলে লাশ দীর্ঘ সময় ফেলে রাখা, ঘটনাটি গোপন রাখা এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না দেওয়ার কারণে জনমনে আরও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার প্রায় ১০ দিন পার হলেও এখনো কোনো মামলার অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন শিশির মনির। তিনি বলেন, ‘এই মৃত্যুতে পরিবারটি আর্থিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়েছে। নিহত আবু সাঈদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক।’

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সিলেট সেনানিবাসের জিওসি, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দিরাই ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট আবেদনসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিশির মনির।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”