গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় পুলিশের ৩ মামলা, ২৩০০ আসামি, গ্রেপ্তার ১৬৪

- প্রকাশঃ ০১:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ অন্তত ২,৩০০ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত মোট ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় এসব মামলা করা হয়। এতে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ, সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
তিন মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ মোট ১৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২,২০০ জনকে আসামি করা হয়েছে।
জেলা পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, সহিংসতার পরদিন থেকেই পুলিশ অভিযান শুরু করে। শহরের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন।
এর আগে বুধবার এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। দিনভর দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সড়কে গাছ ফেলে অবরোধের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হয়।
ঘটনার পরদিন সন্ধ্যা থেকে পুরো গোপালগঞ্জ জুড়ে কারফিউ জারি করা হয়, যা পরে কয়েক দফা শিথিল করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।